Balurghat Snatching: ভোলাভালা দেখতে ছেলেটা, আচমকাই বদলে গেল রূপ, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 28, 2022 | 7:37 PM

Balughat: পুলিশ সূত্রের, ধৃত যুবকের নাম শুভজিৎ সরকার (৩০)। বাড়ি গঙ্গারামপুর থানার মহারাজপুর রথতলা এলাকায়।

Balurghat Snatching: ভোলাভালা দেখতে ছেলেটা, আচমকাই বদলে গেল রূপ, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন
বালুরঘাটে ছিনতাইয়ের অভিযোগ (নিজস্ব ছবি)

Follow Us

গঙ্গারামপুর: এক ব্যবসায়ীর চোখে স্প্রে ও ছুরি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছুরি, স্প্রে, ইমিটেশন গান সহ অন্যান্য সামগ্রী। এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রজু করে সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে মঙ্গলবার ধৃত যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রের, ধৃত যুবকের নাম শুভজিৎ সরকার (৩০)। বাড়ি গঙ্গারামপুর থানার মহারাজপুর রথতলা এলাকায়। জানা গিয়েছে, গঙ্গারামপুর শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমীর রায়।গঙ্গারামপুর চৌপথী এলাকায় রয়েছে তাঁর দোকান। প্রতিদিনের মত সোমবার রাত্রি সাড়ে ৯ নাগাদ দোকান বন্ধ করে ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক যুবক ব্যবসায়ীর চোখে স্প্রে ও ছুরি দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। ঘটনায় যুবকের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করেন শুভজিৎবাবু। এ দিকে, বিষয়টি আশেপাশের মানুষজনের নজরে আসতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা। এরপর যুবককে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের হাতে দেয়।

এ নিয়ে, সোমবার রাত্রিবেলা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যবসায়ী। ঘটনার পর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ৭ দিনের পুলিশি হেফাজতে চেয়ে মঙ্গলবার ধৃত যুবককে গঙ্গারামপুর মহাকুমা আদালতে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, গঙ্গারামপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আজ তাকে আদালতে পাঠিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা। ধৃত যুবক এর আগে এমন কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিল কি না তাও খতিয়ে দেখছেন তারা। ওই ব্যবসায়ী জানিয়েছেন, ‘আমি রাত্রিবেলা দোকান থেকে ফিরছিলাম। তখন হঠাৎ আমার উপর আক্রমণ করে। আমি চেষ্টা করি বাধা দেওয়ার কিন্তু পারিনি।’

Next Article