দক্ষিণ দিনাজপুর: আর পাঁচটা দিনের মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু সাতসকালেই পুকুরে রহস্যময় বস্তু ভাসতে দেখে কার্যত হাড়হিম হয়ে যায় তাঁদের। পরে তাঁরা ঠাহর করেন রহস্যজনক বস্তুটি আসলে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ।
সোমবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েত এলাকার মহানাজে। সঙ্গে-সঙ্গে তাঁরা খবর দেন তপন থানার রামপুর ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে। পরে অবশ্য মৃত মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। এদিকে, উদ্ধারের পর ওই মহিলার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট থানা এলাকার বাউল শিবপুরের বাসিন্দা ওই মহিলার নাম এম সি সরেন(৮৭)। এদিন সকালে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন এলাকার প্রাতঃভ্রমণকারীরা। পরিচয় জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর যায় স্থানীয় তপন থানার রামপুর ফাঁড়িতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বয়স জনিত কারণে বৃদ্ধা চোখে কম দেখতেন। তাই পুকুরে কোনও ভাবে পড়ে যান তিনি। তবে কী কারণে ওই বৃদ্ধা বাড়ি থেকে এত দূরে এসেছিলেন? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের।
মৃতের নাতি জানান, ‘দিদা মাঝের মধ্যেই বাড়ি ছেড়ে বেরিয়ে যেত। চোখে কম দেখত। এরপর আজ দেখি পুকুরের জলে ভাসছে দেহ। কীভাবে হয়েছে বুঝতে পারছি না।’
বস্তুত, আজ বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন বিজেপি বিধায়ক অসীম সরকার।উত্তর দিনাজপুরের ইসলামপুরে কবি গানের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিধায়ক। সেই অনুষ্ঠান শেষ করে রবিবার রাত্রিবেলা কলকাতা ফিরছিলেন তিনি। তখনই বাংলা-বিহার সীমান্তে কানকি এলাকায় তাঁর গাড়ি খারাপ হয়ে যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই কানকি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেই সময় একটি লরি সজোরে ধাক্কা মারে পরপর দু’টি গাড়িতে। প্রথমে পুলিশের গাড়িতে তারপর অসীম বাবুর গাড়িতে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। গোটা ঘটনায় দুই পুলিশ কর্মীর আহত হওয়ার খবর মিলেছে।