Balurghat Municipal Election: নির্বাচনের দিন এগোতেই পারদ চড়ছে বালুরঘাটে, ছিঁড়ে কুচি-কুচি করে ফেলা হল বাম-বিজেপির পোস্টার

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 16, 2022 | 2:11 PM

Balurghat: পৌরসভার রামকৃষ্ণপল্লী এলাকায় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাম ও বিজেপি প্রার্থীর একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।

Balurghat Municipal Election: নির্বাচনের দিন এগোতেই পারদ চড়ছে বালুরঘাটে, ছিঁড়ে কুচি-কুচি করে ফেলা হল বাম-বিজেপির পোস্টার
ছিঁড়ে ফেলা হয়েছে ফ্লেক্স (নিজস্ব ছবি)

Follow Us

বালুরঘাট: রাজ্যে ইতিমধ্যে চারটি পুরসভার ভোট হয়ে গিয়েছে। বিরোধীদের উড়িয়ে দিয়ে রীতিমত একছত্র অধিকার স্থাপন করেছে শাসকদল। ভোটের ফলাফল ভালো হওয়ায় এখন আরও আত্মবিশ্বাসী তৃণমূল। জোর কদমে প্রচার চালাচ্ছে তারা। অন্যদিকে, প্রচারে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠছে বিরোধীদের তরফে। তাই পুরসভা নির্বাচন যত এগিয়ে এসেছে বেড়েছে উত্তেজনা। কখনও ফ্লেক্স ছেঁড়া হয়েছে, কখনও বিরোধী প্রার্থীদের মারধরের অভিযোগ তৈরি হয়েছে শাসকদলের বিরুদ্ধে।

এবারের ঘটনা বালুরঘাট। পৌরসভার রামকৃষ্ণপল্লী এলাকায় ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাম ও বিজেপি প্রার্থীর একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বুধবার সকালে বিষয়টি নজরে স্থানীয়দের ও বাম কর্মী সমর্থকদের। বিষয়টি নজতে আসতেই ৫ নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী প্রলয় ঘোষ ও বিজেপি প্রার্থী বিশ্বজিৎ সরকার ঘটনাস্থলে যান। শুধু মাত্র ৫ নম্বর ওয়ার্ডের বামপন্থীর ২০ – ২৫ খানা ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিজেপি প্রার্থীরও বেশ কয়েকটি ফ্লেক্স ছেঁড়া হয়েছে।

তবে বিরোধী দলের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হলেও অক্ষত রয়েছে তৃণমূলের ফ্লেক্স-ফেস্টুন। যা থেকেই প্রমাণিত হচ্ছে এই ঘটনার পেছনে শাসকদলের হাত রয়েছে। অন্তত এমনটাই অভিযোগ বিরোধী প্রার্থীদের। প্রচারের জন্য লাগানো ফ্লেক্স ছেঁড়া নিয়ে বিজেপির পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে বামফ্রন্টের তরফ থেকে অভিযোগ করা হবে বলে জানানো হয়েছে।

এক বিজেপি প্রার্থী বলেন, ‘পরশুদিন রাতে মোদীজীর পোস্টার থেকে শুরু করে ব্যানার সব ছিঁড়ে ফেলা হয়েছে। এরপর আশেপাশের মানুষজন যখন এলাকা ছেড়ে বের হয় তখনই পালিয়ে যায় ওরা। শাসকদলের সব পোস্টার ফেস্টুন আছে কোনও ক্ষতি হচ্ছে না। শুধু বিরোধী দলের হচ্ছে। এটা মানা যায় না। ‘

যদিও, পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অশোক মিত্র। তিনি পালটা বলেন প্রচারের আলোয় আসতে নিজেরা এমনটা করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে তাই এমনটা করছে।

আরও পড়ুন: Bappi Lahiri: মনে প্রাণে ছিলেন বাঙালি! সর্ষের তেলে রান্না করা মাছ ছাড়া খেতেন না বাপ্পি লাহিড়ি

আরও পড়ুন: Calcutta High Court: প্রয়াত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ও ভোট দিয়েছেন! চার পুরভোটের পরিস্থিতি ব্যাখ্যা করে হাইকোর্টে উল্লেখ করল বিজেপি

Next Article