বালুরঘাট: পুলিশে চাকরির পরীক্ষা, আর তাতেই নাকি চুরির চেষ্টা! শেষমেশ পুলিশের হাতেই পাকড়াও দুই পুলিশ চাকরিপ্রার্থী। এসআই (SI) পদে চাকরি পেতে দু’জনের দুইরকমের ‘চুরির চেষ্টা’ কার্যত বানচাল হয়ে যায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের তত্পরতায়।
রবিবার সকালে বালুরঘাট শহরে মঙ্গলপুর এলাকায় বিএড কলেজের ঘটনা। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে নজর এড়িয়ে ‘হবু’ পুলিশের আর কেউ চাকরি পেতে এহেন চুরি করেছেন কিনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন জাল অ্যাডমিট কার্ড ও উত্তর লেখা কাগজ সমেত একজন পরীক্ষার্থী হলে প্রবেশের চেষ্টা করে। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় তাকে ‘সার্চ’ করে তার পকেট থেকে উত্তর লেখা একাধিক কাগজ উদ্ধার করে পুলিশ। ফলে সঙ্গে সঙ্গে গেটেই তাকে আটক করা হয়।
এদিকে, ধরা পড়া অন্যজন আবার ভুয়ো পরীক্ষার্থী। অন্যের হয়ে পরীক্ষা দিতে হাতেনাতে ধরা পড়ে যায়। পরে নিজেকে ঝাড়খণ্ডের বাসিন্দা বলে দাবি করে সে। ধৃতদের নাম রাকেশ মণ্ডল ও প্রতাপ মণ্ডল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাদের দুজনের বাড়িই মালদা জেলার উত্তর বাকুড়িয়া এলাকায়।
এবিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ বলেন, “জেলার মোট ১৫টি সেন্টরের একমাত্র বিএড কলেজেই দুটি ঘটনার খবর পাওয়া গিয়েছে। একজন অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। আমাদের পুলিশকর্মীরা ভুয়ো পরীক্ষার্থী হিসাবে তাকে চিনে ধরে ফেলে। অন্যজনের পকেট থেকে বেশকিছু উত্তর লেখা কাগজ পাওয়া গিয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। এরপর ধৃতদের উপর উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা আরও খতিয়ে দেখছি গোটা বিষয়টি। ভুয়ো পরীক্ষার্থী জেলায় আর কেউ ধরা পড়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।”
প্রসঙ্গত, সারা রাজ্যেই পুলিশকর্মী নিয়োগের জন্য পরীক্ষা চলছে। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও এদিন পুলিশের সাব-ইন্সপেক্টর পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার। জেলার মোট ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এস-আই পদের পরীক্ষা। যেখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার। তাই করোনার পাশাপাশি এই ধরনের ঘটনা রুখতে পুলিশের তরফ থেকে সবরকম সর্তকমূলক ব্যবস্থা নেওয়া হয়। যদিও পুলিশে চাকরি পেতে এইধরণের অসাধু পন্থা অবলম্বনের ঘটনায় হতবাক খোদ দক্ষিণ দিনাজপুর জেলার পুলশের উচ্চপদস্থ কর্তারাও।
আরও পড়ুন: Boat sank in Sundarban: নিষেধাজ্ঞা উড়িয়েই যাতায়াত, বেতনী নদীতে নৌকা উল্টে পড়ে গেলেন ১০ জন
আরও পড়ুন: Covid Vaccine: সাত মাস আগে মৃত বৃদ্ধা পেলেন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ, চাঞ্চল্য পুরুলিয়ায়