Railway Security: ট্রেনে ট্রেনে তল্লাশি বালুরঘাটে, দেখা হচ্ছে জামাকাপড়ের ব্যাগও, বিশেষ নির্দেশ এসেছে রেল পুলিশের কাছে
Railway Security: আরপিএফ জানিয়েছে বালুরঘাটের তিনদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে। মাঝেমধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশের খবর সামনে আসে। সম্প্রতি বালুরঘাট স্টেশনে এক বাংলাদেশি ধরাও পড়েছিল।

বৃহস্পতিবার দেখা গেল, বালুরঘাট স্টেশনের উপর দিয়ে যাওয়া ট্রেনে রেলকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। গোটা ট্রেনের নিরাপত্তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে বালুরঘাট দিল্লির মধ্যে চলাচল করা ভাটিন্ডা এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি করা হয়েছে রেলের তরফে।
কেন্দ্রীয় রেলওয়ে সুরক্ষা বাহিনী ও রেল পুলিশ একযোগে এই তল্লাশি চালাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট রেল স্টেশনে বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে বিশেষ সচেতন শিবিরের আয়োজন করা হয়। যেখানে রেল উন্নয়ন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বালুরঘাট জিআরপি থানার ওসি রতন সরকারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বুনিয়াদপুর আরপিএফের ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস।
আরপিএফ জানিয়েছে বালুরঘাটের তিনদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে। মাঝেমধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশের খবর সামনে আসে। সম্প্রতি বালুরঘাট স্টেশনে এক বাংলাদেশি ধরাও পড়েছিল। তাই বাড়তি সর্তকতা নেওয়া হচ্ছে বালুরঘাট স্টেশনে, যাতে পহেলগাঁওয়ের মতো ঘটনা না ঘটে।
রেলের সুরক্ষা বৃদ্ধির বিষয়ে আরপিএফ-এর ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস বলেন, “পহেলগাঁওয়ের ঘটনার পর যাত্রী সুরক্ষায় আমরা আরও বেশি সতর্ক রয়েছি। যে কোনও উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ এসেছে। এই বিষয়ে আরপিএফ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি, ট্রেনে মাদকদ্রব্য বহন বন্ধ করতেও আমরা বদ্ধপরিকর।”
শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-





