South Dinajpur: মা বকাবকি করেছিলেন গত শুক্রবার, মঙ্গলবার নাবালিকার চেহারা দেখে স্তব্ধ পাড়া

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 01, 2022 | 4:07 PM

South Dinajpur: গত শুক্রবার ওই নাবালিকাকে বকাবকি করেন তার মা। এতেই অভিমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে।

South Dinajpur: মা বকাবকি করেছিলেন গত শুক্রবার, মঙ্গলবার নাবালিকার চেহারা দেখে স্তব্ধ পাড়া
বালুরঘাটে দেহ উদ্ধার

Follow Us

দক্ষিণ দিনাজপুর: শুক্রবার থেকে নিখোঁজ থাকা নাবালিকার পচাগলা দেহ উদ্ধার হল মঙ্গলবারে। এদিন দুপুরে মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। বিষয়টি নজর আসতে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার বিশাল বাহিনী। পরে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।
পরিবারের সদস্যরা ওই নাবালিকাকে শণাক্ত করেছেন বলে জানা যাচ্ছে।

জানা গেছে, গত শুক্রবার ওই নাবালিকাকে বকাবকি করেন তার মা। এতেই অভিমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে। পরিবারের তরফে সেভাবে খোঁজাখুঁজিও করা হয়নি বলে জানা যাচ্ছে৷ এমনকি পুলিশে লিখিত অভিযোগও দায়ের করা হয়নি। বাড়ির লোকেরা ভেবেছিলেন অভিমানে মেয়ে হয়তো কোনও আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। রাগ কমলে ঠিক বাড়ি ফিরে আসবে।

মঙ্গলবার সকালে খাঁড়িতে মাছ ধরতে যান দুজন মৎস্যজীবী। খাঁড়ি সংলগ্ন এলাকার একটি গাছে কিছু ঝুলতে দেখেন তাঁরা। কাছে যেতেই পচা দুর্গন্ধ বেরোতে থাকে। মৃতদেহ নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ ও পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায়।

পুলিশের প্রাথমিক অনুমান ওই নাবালিকা কয়েকদিন আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ৷

এবিষয়ে স্থানীয় বাসিন্দা বিবিনাথ সরেন বলেন, “গত শুক্রবার বকাবকি করায় খুশি বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। চারদিন ধরে নিখোঁজ ছিল। এদিকে শুক্রবার নিখোঁজ হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর আজ তার পচাগলা দেহ উদ্ধার হয়।”

Next Article