গঙ্গারামপুর: এক আদিবাসী গৃহবধূর সঙ্গে পরকীয়ার সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করেই পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকায়। ওই খুনের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। রাস্তার উপর যুবকের মৃতদেহ রেখে চলে বিক্ষোভ প্রদর্শন। গ্রামবাসীদের বিক্ষোভ, প্রতিবাদের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল অবরূদ্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কে।
মৃত ওই যুবকের নাম পাঁচু হালদার। বয়স বছর সাতাশের আশপাশে। পেশায় পরিযায়ী শ্রমিক ওই যুবকের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকাতেই। আজ দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর অবশেষে পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। জানা যাচ্ছে, যুবককে খুনের অভিযোগে পরিবারের সদস্যরা ১২ জনের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল। এদিকে যুবকের দেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল। বালুরঘাট সদর হাসপাতালে দেহের ময়নাতদন্তের পর আজ ওই যুবকের দেহ ফিরিয়ে দেওয়া হয় পরিবারের কাছে।
দেহ বাড়িতে ফিরতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। একদল উত্তেজিত জনতা যুবকের দেহ নিয়ে পৌঁছে যান ৫১২ নম্বর জাতীয় সড়কের উপরে। রাস্তার উপর মৃতদেহ রেখে চলে বিক্ষোভ, পথ অবরোধ। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তাঁরা। যদিও এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজ অভিযুক্তদের আদালতেও পেশ করা হয়েছিল। এদিকে আজ বিকেলে এই অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশকর্মীরা। পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।