South Dinajpur: প্রাথমিক স্কুলের সামনে ঝুলছে বিদ্যুতের তার, ‘হুঁশ নেই’ দফতরের

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 04, 2022 | 3:43 PM

South Dinajpur: রাজ্য জুড়ে নড়েচড়ে বসেছে বিদ্যুৎ দফতর। এসবের পরেও দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের কুড়াহা গ্রামে কুড়াহা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝুলছে বিদ্যুতের তার।

South Dinajpur: প্রাথমিক স্কুলের সামনে ঝুলছে বিদ্যুতের তার, হুঁশ নেই দফতরের
প্রাথমিক স্কুলের সামনে বিদ্যুতের তার

Follow Us

দক্ষিণ দিনাজপুর: রাজ্যের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলছে। গত কয়েকদিনে কলকাতা-সহ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরপরই রাজ্য জুড়ে নড়েচড়ে বসেছে বিদ্যুৎ দফতর। এসবের পরেও দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের কুড়াহা গ্রামে কুড়াহা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঝুলছে বিদ্যুতের তার। এমনই ছবি দেখা গেল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সেই তার দিয়ে স্কুলের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

যদিও বিদ্যুতের সেই তারটি কভারিং। যা মাটি থেকে প্রায় ২-৩ ফুট উচ্চতায় রয়েছে। যা সহজেই স্কুলে পড়তে আসা খুদেরা হাত দিয়ে ধরতে পারবে। যার ফলে যে কোনও সময় বড় কোনও দুর্ঘটনা ঘটতেই পারে। এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় গ্রামবাসী থেকে অভিভাবকরা। কভারিং তার হলেও যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের৷

যদিও ওই তার যাতে কেউ না ধরে তার জন্য স্কুল পড়ুয়াদের উপর নজর রাখে শিক্ষক থেকে গ্রামবাসীরা। স্কুলের শিক্ষক বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, এ বিষয়টি তাঁরা একাধিক বার প্রশাসন ও বিদ্যুৎ দফতরকে বিষয়টি জানিয়েছেন। তবে লাভ হয় নি কিছুই। তবে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই ঘটনাস্থলে আসেন বিদ্যুৎ দফতরের কর্মীরা৷

স্থানীয়দের অভিযোগ, এ নিয়ে বারংবার বিদ্যুৎ দফতরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। প্রায় এক বছর ধরে এইরকম ভাবেই ঝুলে রয়েছে তারটি। তারটিকে দ্রুত ঠিক করার দাবি তুলেছেন তাঁরা।

যদিও এ বিষয়ে বিদ্যুৎ দফতরের রিজিওন্যাল ম্যানেজার দীপঙ্কর দাস ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা ছিল না। সাংবাদিকদের কাছ থেকে প্রথম জানতে পারলেন। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

Next Article