দক্ষিণ দিনাজপুর : নোংরা আবর্জনার উপরে করা হচ্ছে ম্যাস্টিকের রাস্তা। যার ফলে রাতে করা কাজ সকাল হতেই উঠে আসছে। চাদরের মত টানলেই উঠে আসছে পিচের রাস্তা। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নজরে আসতেই বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ২নং করঞ্জি গ্রাম পঞ্চায়েতের নাহিট এলাকা৷ এদিকে রাস্তা খারাপের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্ত দপ্তরের আধিকারিকরা। সরকারি গাইড লাইন মেনে কাজ করা হবে বলে পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গিয়েছে, কুশমণ্ডি ব্লকের চৌপতি থেকে মহিপাল পর্যন্ত ম্যাস্টিক রাস্তা কাজ চলছিল। যেই সব জায়গা খারাপ সেখানে এই ম্যাস্টিক রোড করা হচ্ছে। নাহিট উচ্চ বিদ্যালযয়ের পাশে রাতের অন্ধকারে ব্রিজের উপর ম্যাস্টিক রোডের কাজ করা হয়। এদিন সেই রাস্তা চাদরের মত উঠে চলে আসে। এই ঘটনা সামনে আসতেই রাস্তার পিচ উঠিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
গ্রামবাসীদের অভিযোগ, গতকাল দিনভর বৃষ্টি হয়েছে। তার মধ্যেই হয়তো রাস্তার কাজ করা হয়েছে। রাস্তায় জল ও নোংরা ছিল। তার উপর পিচের প্রলেপ দেওয়া হয়েছে। যার কারণে রাস্তা পিচ টানলে উঠে আসছে। ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছন রাস্তার কাজে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। আধিকারিকের সামনেই
প্রতিবাদ জানান এলাকাবাসী। পাশাপাশি অফিসারের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা।
যদিও পূর্ত দফতরের আধিকারিক বলেন, ঘটনার খবর পেয়ে তিনি আসেন। সবটা খতিয়ে দেখা হচ্ছে৷ যে ভাবে রাস্তা হওয়ার কথা সেই ভাবেই রাস্তা হবে।