Sukanta Majumder: দুবাইয়ে গিয়ে প্রতারণার শিকার, আটকে পড়া ১৫ শ্রমিককে বাংলায় ফেরালেন সুকান্ত

Rupak Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 28, 2023 | 9:26 AM

Sukanta Majumder: গতকাল ১০ জনকে গঙ্গারামপুর স্টেশনে ফুলের মালা পরিয়ে বরণ করেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্বরা। ট্রেন থেকে নেমেই শ্রমিকরা ধন্যবাদ জানিয়েছেন বালুরঘাটের সাংসদকে।

Sukanta Majumder: দুবাইয়ে গিয়ে প্রতারণার শিকার, আটকে পড়া ১৫ শ্রমিককে বাংলায় ফেরালেন সুকান্ত
আটকে পড়া শ্রমিকরা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

গঙ্গারামপুর: দুবাইয়ে কাজে গিয়ে আটকে থাকা বাংলার পনেরো জন শ্রমিক অবশেষে ফিরলেন দেশে। বুধবার রাতে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দেশে ফিরলেন তাঁরা। গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেশনে এসে পৌঁছন ১০ জন। বাকি ৫ জন বাসে করে বৃহস্পতিবার আসবেন। দেশে ফেরা ১৪ জনের মধ্যে দু’জন গঙ্গারামপুরের বাসিন্দা। বাকিরা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। দেশে ফিরে সকলেই গঙ্গারামপুরে আসছেন। সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাতেই তাঁরা জেলায় এসেছেন বলে খবর। গতকাল ১০ জনকে গঙ্গারামপুর স্টেশনে ফুলের মালা পরিয়ে বরণ করেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্বরা। ট্রেন থেকে নেমেই শ্রমিকরা ধন্যবাদ জানিয়েছেন বালুরঘাটের সাংসদকে।

প্রসঙ্গত, গত নভেম্বরের ১ তারিখে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও রাজ্যের অন্য এলাকা থেকে ১৫ জন শ্রমিককে কাজের প্রলোভনে দুবাই নিয়ে যাওয়া হয়। ৬ তারিখ দুবায়ে পৌঁছে শ্রমিকেরা জানতে পারেন তাঁদের কম পারিশ্রমিক দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে। শুধু তাই নয়, যে কাজের জন্য আনা হয়েছিল তা করানো হবে না। এমনকী তাঁরা দেশে ফিরতে চাইলেও ফিরতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে শ্রমিকরা তাঁদের পরিবারকে বিষয়টি জানায়। এরপর পরিবারের লোকেরা বিজেপি রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে জানান।

বিষয়টি জানার পর সুকান্ত মজুমদার তাঁদের ফিরিয়ে আনার আশ্বাস দেন। এরপর তিনি দিল্লিতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন তিনি। এবং তাঁকে আটকে পড়া শ্রমিকদের নামের তালিকা তুলে দেন। অবশেষে গতকাল রাজ্যের ১৫ জন দেশে ফিরে আসেন। তাঁদের মধ্যে দশজন এদিন বালুরঘাট হাওড়া এক্সপ্রেসে গঙ্গারামপুর স্টেশনে পৌঁছায়।

এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, বিদেশ মন্ত্রকের হাতে শ্রমিকদের নামের তালিকা তুলে দেওয়া হয়েছিল। এরপর বিদেশ মন্ত্রকের তৎপরতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ‌হয়েছে।

অন্যদিকে এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, “এটা সুকান্ত মজুমদারের দ্বায়িত্ব ছিল। কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া বিদেশ থেকে কাউকে ফেরানো সম্ভব নয় ৷ আমরাও দিল্লি-গুজরাত থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে এসেছি।”

Next Article
Balurghat: সহায়ক মূল্যে ধান কেনায় কাটমানির অভিযোগ, টাকা দিলে খারাপ ধানও ‘ক্রয়’