বালুরঘাট: গঙ্গারামপুরেই সব থেকে বেশি অশান্তি হচ্ছে। বাকি জায়গাগুলোতে সেভাবে কোনও অশান্তির খবর নেই। সাংবাদিক বৈঠক করে দাবি করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “গঙ্গারামপুরে বিক্ষিপ্ত ঘটনার খবর পেয়েছি। কাল রাতে হামলাও হয়েছে আমাদের বুথ সভাপতির বাড়িতে। তাও সাহস দিয়ে বসিয়ে এসেছি বুথে। গঙ্গারামপুরেই সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে।”
সুকান্ত জানান, কুশমণ্ডীর একটি বুথে EVM নম্বর মিলছিল না। বিষয়টি প্রিসাইডিং অফিসারের কাছে জানানো হয়। পরে মেশিন বদলে দেওয়া হয়। বিজেপির তরফ থেকে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সেটি লিখিত আকারে নিয়ে নেওয়া হয়েছে বলে জানান সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে বলতে গিয়েই সুকান্ত আবারও গঙ্গারামপুরের কথা উল্লেখ করেন। কেন গঙ্গারামপুর থেকেই সবচেয়ে বেশি অশান্তির খবর আসছে, তা জানতে চাওয়া হলে সুকান্ত বলেন, “গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ি, তাই ওখানে অশান্তি বেশি। এক তৃণমূল গুন্ডা, নাম কৃষ্ণ, সে আবার নাকা চেকিং লাগিয়েছে, কারা ভোট দিতে যাচ্ছেন। যাঁরা তৃণমূল ভোটার, তাঁদেরকেই যেতে দেওয়া হচ্ছে।”
বালুরঘাটে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শাসকদলের বিপ্লব মৈত্র লড়ছেন। সুকান্তর দাবি, প্রার্থীর এলাকাই তাই সবচেয়ে বেশি অশান্ত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।