BSF: BSF জওয়ানদের ফোঁটা দিলেন বিজেপী নেত্রী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 27, 2022 | 5:24 PM

Balurghat: মূলত দেশকে সুরক্ষার জন্য ঘর পরিবার থেকে বহু দূরে সীমান্ত এলাকায় অতন্দ্র প্রহরায় রয়েছে ভারতীয় বিএসএফ (BSF) জওয়ানরা।

BSF: BSF জওয়ানদের ফোঁটা দিলেন বিজেপী নেত্রী
বিএসএফ-কে ফোঁটা দিলেন বিজেপি নেত্রী

Follow Us

বংশীহারী: সকলের ভাই-বোন ও পরিবার আছে। কিন্তু সব থেকেও যেন তাঁদের আজ কাছে কেউ নেই। বিশেষ দিন গুলিতে মন খারাপ হয় তাঁদের। তবে কর্মসূত্রে তাঁরা পরিবার, ভাই, বোন বা আপনজনদের কাছ থেকে বহু দূরে দেশ রক্ষার্থে সীমান্তে রয়েছে তাঁরা। গোটা দেশ যখন বিভিন্ন উৎসবে মেতে ওঠে সে সময় ও তাঁরা অতন্দ্র প্রহরী হয়ে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত। উৎসবের দিনে পরিবারের জন্য মন খারাপ হলেও কর্তব্য পালনের জন্য তারা সীমান্তে রয়ে গিয়েছে। তাঁরা হলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি বিএসএফ (BSF)।

মূলত দেশকে সুরক্ষার জন্য ঘর পরিবার থেকে বহু দূরে সীমান্ত এলাকায় অতন্দ্র প্রহরায় রয়েছে ভারতীয় বিএসএফ (BSF) জওয়ানরা। তাঁরা দেশকে সুরক্ষিত রাখছেন। এবার তাঁদের সুরক্ষার জন্য ভাইফোঁটা দিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী। বৃহস্পতিবার, দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জেলার বংশীহারী থানার মহিপালের সাটিমারী বিএসএফ ক্যাম্পে বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দেন বিজেপি মহিলা মোর্চার মহিলারা।

বিজেপি মহিলা মোর্চার জেলা সম্পাদিকা শিখা সরকার জানান, ‘অতন্দ্র প্রহরার মাধ্যমে দেশকে এবং দেশের মানুষকে সুরক্ষা দিয়ে চলেছেন বিএসএফ জওয়ানরা। পরিবার থেকে বহু দূরে আমাদের সুরক্ষায় যারা রয়েছে অতন্দ্র প্রহরায়, তাদের সুরক্ষার জন্য এদিন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে সেই সমস্ত জ‌ওয়ানদের দীর্ঘায়ু কামনা করে তাদের ভাইফোঁটা দেয়া হয়।’

উল্লেখ্য, গতকাল ভাতৃদ্বিতীয়া উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছে বিএসএফ কর্মীদের ফোঁটা দেওয়ার পাশাপাশি তাঁদের মিষ্টিমুখ করান তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতি রাভাও। বুধবার সকাল থেকেই উপবাস করেন বিধায়ক। এরপর তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ভারত – বাংলাদেশ সীমান্ত বালাভূত ৬২ নম্বর ব্যাটেলিয়ানে বিএসএফ কর্মীদের ভাতৃদ্বিতীয়ার ফোঁটা দিলেন তিনি। ফলত, স্বাভাবিক ভাবেই সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে খুশির আমেজ ।

Next Article