কুমারগঞ্জ: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রসুলপুর সীমান্ত এলাকায় কাঁটাতারের অস্থায়ী বেড়ার ওপারের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল৷ ঠিক কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখন্ডের জঙ্গলে সোমবার বিকেলে আগুন লাগার ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ। আগুন নেভাতে বালুরঘাট দমকল কেন্দ্র থেকে যায় ছ’টি ইঞ্জিন। ঘটনাস্থলে জল না পাওয়া দমকলের তরফে পরে বড় ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নেভাতে হাত লাগায় পুলিশ ও বিএসএফ কর্মীরা। এদিকে কী ভাবে জিরো পয়েন্টে আগুন লাগল তা নিয়ে ধন্দে পুলিশ প্রশাসন।
সোমবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর রসুলপুরে। কাঁটাতারের ওপারে আগুন কে লাগাল, তা নিয়ে রহস্য বাড়ছে। স্থানীয়দের অনুমান, বাংলাদেশি কিংবা চোরা চালানকারীরাই ওই আগুন লাগিয়েছে। এদিকে কিছুদিন আগেই কুমারগঞ্জের আরও একটি গ্রামে চোরা চালানকারীরা কাঁটাতার কাটে। এবার আগুন ঘিরে রহস্য বাড়ছে এলাকায়। আশেপাশে বাড়িঘর না থাকায় ক্ষয়ক্ষতি না হলেও দমকলকে আগুন নেভাতে বেগ পেতে হয়।
যদিও বা এনিয়ে বিএসএফের তরফে কিছুই জানানো হয়নি। তবে বিএসএফ সূত্রে খবর, কাঁটাতার পেরলেই কিছুটা ভারতীয় ভূখন্ড। এরপরেই শুরু বাংলাদেশ। ওই জিরো পয়েন্টেই বাঁশ, ঘাস, ঝোপ ও নানা জঙ্গলে ভর্তি রয়েছে। সেখান থেকেই এদিন বিকেলে ধোঁয়া দেখতে পায় বিএসএফ। এরপরেই উত্তর রসুলপুর বিওপিতে খবর যায়। পরে পুলিশ ও দমকল ঘটনাস্থলে আসে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, “সীমান্তের ওপারে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রনে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”