South Dinajpur : বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রচুর সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট প্রতিবেশীর, ২৪ ঘণ্টার মধ্যেই পাকড়াও চোর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 05, 2023 | 11:41 PM

South Dinajpur : পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম খুরশেদ মন্ডল আলম। এমনকী গত তিন তারিখ অভিযোগকারীর বাড়ির আশেপাশেই ধৃতকে ঘোরাঘুরি করতেও দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।

South Dinajpur : বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রচুর সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট প্রতিবেশীর, ২৪ ঘণ্টার মধ্যেই পাকড়াও চোর

Follow Us

 

কুমারগঞ্জ: চুরি (theft) যাওয়া ৪ ভরি সোনার গয়না সহ ১০ হাজার টাকা উদ্ধার করল কুমারগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় কুমারগঞ্জ ব্লকের ভোঁর গ্রাম পঞ্চায়েতের সিতাহার এলাকায় আইনুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে চার ভরি সোনা ও বেশ কিছু নগদ টাকা চুরি করে পালিয়েছিল এক দুষ্কৃতী। এই চুরির ঘটনার পর থেকেই এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফের যদি চুরি হয়ে, এই ভয়ে সিঁটিয়ে ছিলেন ওই পাড়ার অন্যান্য বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমে কুমারগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম খুরশেদ মন্ডল আলম। বাড়ি ওই এলাকাতেই। এমনকী গত তিন তারিখ অভিযোগকারীর বাড়ির আশেপাশেই ধৃতকে ঘোরাঘুরি করতেও দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। চুরির করা জিনিসগুলি সে ইতিমধ্যেই বাইরে নিয়ে যাওয়ার ছক কষেছিল বলেও জেরায় জানতে পেরেছে পুলিশ। তার আগেই পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে ২টি সোনার চুরি, ৪টি আংটি, একজোড়া কানের দুল ও ১০ হাজার টাকা উদ্ধার করেছে। ওই ব্যক্তিকে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলা হয় বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার রাহুল দে। তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। চোর ধরা পড়়ায় কুমারগঞ্জ থানার পুলিশকে অভিনন্দন জানিয়েছেন অভিযোগকারী আইনুল ইসলাম। 

আইনুল ইসলাম বলেন, “গত তিন তারিখ আমার বাড়ি থেকেই অনেকটা সোনার গয়না ও নগদ টাকা চুরি যায়। বিষয়টি নজরে আসতেই পরদিন অর্থাৎ চার তারিখ কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি৷ এদিন সকালে জানতে পারি পুলিশ চুরি হওয়া সোনার গয়না ও টাকা উদ্ধার হয়েছে। আমারই প্রতিবেশী খুরশেদকে গ্রেফতার করেছে। অভিযোগ জানানোর ২৪ ঘন্টার মধ্যেই জিনিস উদ্ধার হয়েছে। আমি খুব খুশি। কুমারগঞ্জ থানার পুলিশকে অভিনন্দন জানাই।”

Next Article