Excise: চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত আবগারি কর্মীরা, আটক যুবককে কেড়ে নেওয়ার চেষ্টা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 05, 2023 | 11:12 PM

South Dinajpur: অভিযোগ, আটক ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। গ্রাম থেকে গাড়ি বের হওয়ার পরই হামলা চালানো হয় গাড়িটিতে।

Excise: চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত আবগারি কর্মীরা, আটক যুবককে কেড়ে নেওয়ার চেষ্টা
হামলা চালানো হয় আবগারি দফতরের গাড়িতে।

Follow Us

দক্ষিণ দিনাজপুর: আবগারি দফতরের (Excise Department) কাছে খবর ছিল এলাকায় চোলাই মদ তৈরি হয়। সেইমতো অভিযানও চালান আবগারি দফতরের আধিকারিকরা। ঘটনাস্থল থেকে একজনকে তুলে নিয়ে যাওয়ার পথে ভাঙচুর করা হয় আবগারি দফতরের গাড়ি। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের উত্তর জয়পুরে এই ঘটনা ঘটে। গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আবগারি দফতরের তরফে। এদিকে অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। আবগারি দফতরের আধিকারিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গঙ্গারামপুরের উত্তর জয়পুর এলাকায় অবৈধ চোলাই মদ তৈরির অভিযোগ আসছিল। একইসঙ্গে এই চোলাই বিভিন্ন জায়গায় বিক্রিও করা হচ্ছিল বলে অভিযোগ আসে। সেইমতোই বৃহস্পতিবার সকালে আবগারি দফতরের আধিকারিক ও কর্মীরা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকও করেন আবগারি দফতরের আধিকারিকরা।

অভিযোগ, আটক ওই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। গ্রাম থেকে গাড়ি বের হওয়ার পরই হামলা চালানো হয় গাড়িটিতে। এমনকী আটক ব্যক্তিকে কার্যত ছিনিয়ে নিতে উদ্যত হয় জনতা। ঘটনায় বেশ কয়েকজন আবগারি কর্মী আহত হন। কেটে ছড়ে রক্তপাতও হয় এক আবগারি দফতরের কর্মীর শরীর থেকে।

আবগারি দফতরের আধিকারিক মাসুদ আখতার বলেন, “আমরা খবর পেয়ে অভিযানে গিয়েছিলাম। অভিযুক্তকে ধরে নিয়ে যখন আসছিলাম তখন গাড়ির উপর হামলা হয়। ওই ব্যক্তিকে রীতিমতো কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। আমাদের কিছু লোকের উপর আক্রমণের চেষ্টা হয়।” তিনি জানান, এলাকায় তৈরি চোলাই মদ টোটো বা বাইকে চাপিয়ে অন্য জায়গায় বিক্রি করা হয় বলে অভিযোগ আসছিল। মাসুদ আখতারের কথায়, “আমরা সময় কম থাকায় পুলিশকে জানাতে পারিনি। আমার উপরও হামলার চেষ্টা হয়। আমার হাতে একটু লেগেছে।”

Next Article