গঙ্গাপুরপুর: প্রথমে চেয়ারম্যানের বিরুদ্ধে পড়েছিল বিতর্কিত পোস্টার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গঙ্গারামপুর পুরসভার কাউন্সিলর (Councillor) অতনু রায়ের (Atanu Roy) নামে নিখোঁজ পোস্টার পড়ল শহরজুড়ে। বিজেপির অভিযোগ, ওই কাউন্সিলরকে অনেক দিন ধরেই দেখা যায়নি৷ সেই কারণেই হয়তো এই পোস্টার পড়েছে৷ অপরদিকে ঘাসফুল শিবিরের দাবি, এই বিষয়টি বিজেপির কারসাজি। অপপ্রচার করতেই এমন কাণ্ড ঘটানো হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার মোট ১৮ আসন রয়েছে। এই ১৮ টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন৷ বিরোধী শূন্য ভাবে এর আগের পুর নির্বাচনে ক্ষমতায় এসেছিল তৃণমূল। গঙ্গারামপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অতনু রায়। অভিযোগ, এই ওয়ার্ডের কাউন্সিলর দীর্ঘদিন ধরেই এলাকার লোকজন দেখেননি। সেই কারণে পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিডাব্লিউডি পাড়ার একাধিক জায়গায় কাউন্সিলর অতনু রাযয়ের নামে নিখোঁজের পোস্টার পড়েছে বলে দাবি বিজেপির। ওই পোস্টারে তৃণমূল কাউন্সিলর অতনু রায়ের ছবি সহ তাঁর নাম দিয়ে লেখা রয়েছে, ‘তৃণমূল কাউন্সিলর নিখোঁজ।’ সূত্রের খবর অতনু রায় বর্তমানে ব্যক্তিগত কাজে ওড়িশাতে রয়েছেন।
এ বিষয়ে, স্থানীয় বাসিন্দা তথা বিজেপির যুব নেতা সুকমল দেব জানিয়েছেন, পৌর নির্বাচন হওয়ার পর থেকে ওয়ার্ডে তেমন কোনও উন্নয়ন হয়নি। ওই ওয়ার্ডে সত্যিই অতনু রায়কে দেখা যায়নি। তবে কে বা কারা এই পোস্টার ফেলেছে তা জানা নেই।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার বলেন, ‘এগুলো সবই বিজেপির কাজ। গঙ্গারামপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডেই তৃণমূল কাউন্সিলার অতনু রায় ছাড়াও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারের বাড়ি। সেই সুবাদে মানুষের পুর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনও ত্রুটি থাকে না। রাতের অন্ধকারে এই সব বিজেপি করছে।’
কাউন্সিলর অতনু রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ৯ নভেম্বর ব্যক্তিগত কাজে ওড়িশায় গিয়েছেন। আগামী ১৯ তারিখ তিনি বাড়ি ফিরবেন। তার নামে মিথ্যা অপপ্রচার চালাতে এমনটা করা হয়েছে। এনিয়ে তিনি বাড়ি ফিরে পুলিশের দ্বারস্থ হবেন।