Primary TET: রাজনীতির ফাঁকে পড়াশোনা করেই টেটে ৯১ পেলেন তৃণমূল যুবনেতা, সাধুবাদ জানাল বিজেপিও

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 17, 2023 | 1:02 AM

Primary TET: সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলাফল বেরিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে যুব তৃণমূল জেলা সভাপতি অম্বরীশ সরকারের।

Primary TET: রাজনীতির ফাঁকে পড়াশোনা করেই টেটে ৯১ পেলেন তৃণমূল যুবনেতা, সাধুবাদ জানাল বিজেপিও
তৃণমূল নেতা অম্বরীশ

Follow Us

বালুরঘাট: প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার। ৯১ নম্বর পেয়ে টেট উত্তীর্ণ হয়েছেন তিনি। যুব তৃণমূল সভাপতি টেট উত্তীর্ণ হওয়ায় বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। পাশাপাশি তৃণমূলকে ঘুরিয়ে কটাক্ষও করেছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি তৃণমূল নেতাদের কটাক্ষ করে বলেন, ‘পড়াশোনা করে চাকরি নেওয়া উচিত।’

সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফলাফল বেরিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে যুব তৃণমূল জেলা সভাপতি অম্বরীশ সরকারের। দক্ষিণ দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার টেট পরীক্ষায় ৯১ নম্বর পেয়ে পাশ করেছেন।

জানা গিয়েছে, ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলেন কুশমণ্ডির বাসিন্দা অম্বরীশ সরকার। বিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছেন। স্কুলেও অম্বরীশ বরাবরই ভাল রেজাল্ট করে এসেছেন। বর্তমানে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, সময় সে ভাবে পান না। তবে সুযোগ পেলেই ব‌ই পড়েন বলেই জানিয়েছেন তিনি। টেট পরীক্ষার আগে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। পরীক্ষার জন্য তিনি একটি কোচিং সেন্টারে।

অম্বরীশ জানান, কী করবেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরীক্ষার কিছুদিন আগে সিদ্ধান্ত নেন যে এবারের পরীক্ষায় বসবেন। সেই মতো পড়াশোনা করতে শুরু করে। গাড়িতে বই রাখতেন সব সময়। কোথায় যাওয়ার মাঝে সময় করে বইতে চোখ বুলিয়ে নিতেন। এক বন্ধুর সহযোগিতাও নিয়েছিলেন তিনি। তবে বাঁধা ধরা কোনও রুটিন ছিল না। রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতেন, বাড়ি ফিরেই পড়তে বসতেন।

বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘কেউ যদি পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পান, তাহলে বিরোধী হলেও আমরা সাধুবাদ জানাব, ধন্যবাদ জানাব। তৃণমূল নেতা মানেই চুরি করে চাকরি নিতে হবে এমন কোনও ব্যাপার নেই। সব তৃণমূল নেতাদের আমি আমার তরফ থেকে জানাই আপনারা লেখাপড়া করুন। নিজেরাও শিক্ষিত হন। শিক্ষার মাধ্যমে মেধার মাধ্যমে চাকরি নিন আপত্তি নেই৷’

বিজেপি নেতার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সব বিজেপি বন্ধু এমন মন্তব্য করছেন তাঁরা হয়ত বলতে হয় তাই বলছেন। যেসব বিজেপি বন্ধুরা এই পরীক্ষায় বসেছিলেন তাঁরা এমন মন্তব্য করতে পারবেন না। যে বিষয়টি ভুল। সেটা ভুলই। এর জন্য আইনি প্রক্রিয়ায় রয়েছে।’

Next Article