Dakshin Dinajpur: ভাইকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল দাদাও, দশমীতে দুই সন্তান হারিয়ে শোকস্তব্ধ রায় পরিবার

Rupak Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 12, 2024 | 4:09 PM

Dakshin Dinajpur: ছোট থেকে তারা দাদুর বাড়ি পিরোজপুরে থাকত। আজ সকালে দুই বন্ধুর সঙ্গে দুই ভাই স্নান করতে যায় বাড়ির পাশে একটি পুকুরে। সেখানেই জলে ডুবে যায় তারা। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Dakshin Dinajpur: ভাইকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল দাদাও, দশমীতে দুই সন্তান হারিয়ে শোকস্তব্ধ রায় পরিবার
তলিয়ে গেল দুই ভাই

Follow Us

বালুরঘাট: বিজয়া দশমীর দিন পুকুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল দুই ভাই। হঠাৎ ছোট ভাই জলে তলিয়ে যেতে থাকে। বাকি বন্ধুরা ভয়ে পালিয়ে গেলেও পালায়নি দাদা। সেই ভাইকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে বড় ভাই। কিন্তু ভাইকে বাঁচাতে পারেনি, তলিয়ে যায় দাদাও। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের পিরোজপুরে। বিষয়টি জানতে পেরে পুকুরে উদ্ধারকাজে নামে স্থানীয় বাসিন্দারা।

কিছুক্ষণ বাদে দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই ভাইয়ের নাম তন্ময় রায়(১৫) ও ইশান রায়(১২)। তাঁরা কুমারগঞ্জ ব্লকের সমজিয়া গ্রাম পঞ্চায়েতের মোল্লাদিঘিকর বাসিন্দা। তাদের বাবা ও মা পরিযায়ী শ্রমিক। কর্মসূত্রে তারা মুম্বইতে থাকেন।

ছোট থেকে তারা দাদুর বাড়ি পিরোজপুরে থাকত। আজ সকালে দুই বন্ধুর সঙ্গে দুই ভাই স্নান করতে যায় বাড়ির পাশে একটি পুকুরে। সেখানেই জলে ডুবে যায় তারা। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, তন্ময় স্থানীয় বড়ম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ঈশান চতুর্থ শ্রেণির ছাত্র। তাদের দাদুর বাড়ির পাশেই দুর্গাপূজা হয়। শুক্রবার রাতেও সেখানে দুই ভাই খুব আনন্দ করেছিল। বন্ধুদের সঙ্গে নাচানাচিও করেছিল। শনিবার সকালে হঠাৎ বন্ধুরা মিলে ঠিক করে পুকুরে স্নান করতে যাবে। কিন্তু দুই ভাই সাঁতার জানত না। ফলে পুকুরের জলে নামতেই তারা তলিয়ে যায়।

Next Article