বালুরঘাট: বর্ষা এলেই হবে বৃষ্টি। বৃষ্টির জল পেয়ে সবুজে ভরে উঠবে সবুজের ক্ষেত। এমন হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু বর্ষা এলেও যখন বৃষ্টির দেখা মেলে না তখনই মাথায় হাত পড়ে কৃষকদের। আর বৃষ্টির আশায় বিভিন্ন সংস্কারের শরণাপন্ন হয়ে পড়ে ‘প্রকৃতির কাছে অসহায়’ মানুষ। সে রকম ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরে। সেখানকার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ভূষিলা এলাকায় ব্যাঙের বিয়ের আয়োজন করলেন গ্রামবাসীরা। বৃষ্টির আশাতেই ব্যাঙের বিয়ের আয়োজন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
দক্ষিণ দিনাজপুরে সারা রাত ধরে চলেছে বিয়ের অনুষ্ঠান। যে ভাবে মানুষের বিয়ে হয়, ঠিক তেমন ভাবেই ব্যান্ড বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয় ভূষিলায়। গোটা গ্রামবাসী এই বিয়ের আনন্দে মেতে ওঠে। শুধুমাত্র বিয়ে নয়, ভোজ খাওয়ারও ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। গ্রামবাসীদের বিশ্বাস এ ভাবে ব্যাঙের বিয়ে দিলে ইন্দ্রদেব খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করবেন। এ দিনের বিয়েতে অংশগ্রহণ করে এলাকার প্রায় ৫০০ জন গ্রামবাসী। এই বিয়ের আয়োজন করেন ওই এলাকার মহিলারা। শুধুমাত্র ভূষিলা নয় বুধবার রাতে বালুরঘাটের খরাইল এলাকাতেও ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। গ্রামবাসীদের বিশ্বাস এর আগেও একবার বৃষ্টি হচ্ছিল না দীর্ঘদিন ধরে। ব্যাঙের বিয়ে দেওয়ার ফলে বৃষ্টি হয়েছিল। তাই এবারও তাঁরা ব্যাঙের বিয়ের আয়োজন করেছে বৃষ্টি হওয়ার আশায়।
এই বিয়ের পুরোহিত উত্তম চক্রবর্তী জানিয়েছেন, গ্রামবাসীরা আলোচনা করেই এই বিয়ের আয়োজন করেছিল। বিয়ের মন্ত্র পড়েই ব্যাঙের বিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিয়ের উদ্যোক্তা মাতি মুর্মু বিয়ে নিয়ে বলেছেন, “২টি ব্যাঙকে ধরে আমরা বিয়ে দিয়েছি। গ্রামবাসীরা সবাই মিলে এর আয়োজন করেছিলাম। বৃষ্টি জন্য চারিদিকে হাহাকার। ঠিক মতো চাষ হচ্ছে না। তাই এটা করতে বাধ্য হয়েছি আমরা। গ্রামের সবাই মিলে ব্যাঙের বিয়ে দিয়েছি। সবাই খুব আনন্দ করেছি।”
বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেশের অনেক জায়গাতেই হয়ে থাকে। এ ছাড়াও বৃষ্টির জন্য অনেক উদ্ভট রীতিও পালন করেন বিভিন্ন এলাকার মানুষ। কর্নাটকের একটি গ্রামের বাসিন্দারা সম্প্রতি কবর খুঁড়ে মৃতদেহের মুখে জল দিয়েছেন। তাঁদের বিশ্বাস, এই কাজ করতে বৃষ্টির অভাব দূর হবে। উত্তর প্রদেশের মহারাজগঞ্জে স্থানীয় বিধায়ককে কাদা মাখানো হয়েছে বৃষ্টি জন্য।