বালুরঘাট: বালুরঘাটে (Balurghat) মনোনয়ন জমা (West Bengal Assembly Election 2021) দিতে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে গুরুতর জখম প্রায় ২০ জন। জানা গিয়েছে, আহতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী। সোমবার সকালে চার তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন। সেই উপলক্ষেই তাঁরা আসছিলেন। পথে দুর্ঘটনাটি ঘটে।
সোমবার সকালে বালুরঘাটের বোল্লা এবং বাহিচা থেকে একটি পিক আপ ভ্যানে মনোনয়ন জমা দিতে যাচ্ছিল। যাওয়ার পথে পাগলিগঞ্জের পোল্লা পাড়া এলাকায় জাতীয় সড়কে একটি বাইককে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে যায়। পিকআপ ভ্যানে থাকা ২৫ জনের মধ্যে গুরুতর জখম হন ২০ জনই। আহতদের চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতাল নিয়ে আসা হয়।
আরও পড়ুন: ভরা জলসায় খুব কাছ থেকে তৃণমূল নেতাকে পরপর গুলি! শিউরে উঠলেন গ্রামবাসীরা
আহত কর্মীদের চিকিৎসার জন্য দলীয় কর্মীরা বালুরঘাটে নিয়ে যান৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পতিরাম থানার ওসি বিরাজ সরকার। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে৷ যদিও এখন মৃত্যুর কোনও খবর নেই বলে জানা গিয়েছে।