দক্ষিণ দিনাজপুর: একটি ছোট্ট জার। তার মধ্যে পাউডারের মতো কী যেন। এক ব্যক্তি রাতে সেই জার নিয়ে সীমান্তবর্তী এলাকায় যাচ্ছিলেন। সন্দেহ হয় বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের। এরপরই সেটিকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, সেটি সাপের বিষ। বাংলাদেশে পাচারের আগেই হাতেনাতে ধরে ফেলে বিএসএফ। এই বিষের বাজারমূল্য ১২ কোটি টাকা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিঘিপাড়া বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে জারটি উদ্ধার করেন। সূত্রের খবর, বিএসএফের ৬১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা এদিন রাতে ঠাকুরপুরা এলাকায় অভিযান চালান। সেখান থেকেই উদ্ধার হয় সাপের বিষ ভর্তি জারটি। এই প্রথম নয়, এর আগেও বহুমূল্যবান সাপের বিষ পাচার রুখে দিয়েছিল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।
শুক্রবার বালুরঘাট বনদফতরের হাতে উদ্ধার হওয়া জারটি তুলে দেয় বিএসএফ। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বনদফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া জারটি সাপের বিষ কি না তা নিশ্চিত হতে পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছে বিএসএফ ও বালুরঘাট বনদফতর। জানা গিয়েছে, এদিন বিএসএফের কাছে খবর আসে। এরপরই কুমারগঞ্জ থানা এলাকার বিওপি এলাকার জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় তল্লাশি চালায়। ওই জারটিতে ‘মেড ইন ফ্রান্স’ লেখা ছিল। জারটি সম্পূর্ণ বুলেটপ্রুফ বলেও বিএসএফ সূত্রে খবর।
বালুরঘাট বনদফতরের রেঞ্জার সমীর শিকদার জানান, বিএসএফের তরফ থেকে সাপের বিষটি তাঁদের কাছে দেওয়া হয়েছে। এরপর তা রায়গঞ্জ বনদফতরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে যাবতীয় পরীক্ষানিরীক্ষা হবে। এই প্রথমবার নয়, এর আগেও সীমান্ত এলাকায় সাপের বিষ পাচারের আগে তা উদ্ধার করা হয়। কয়েক কোটি টাকা দাম হয় এই বিষের। একটি বড়সড় চক্রও এই পাচারচক্রের পিছনে কাজ করে বলে বিভিন্ন সময় তদন্তে উঠেও আসে।
দক্ষিণ দিনাজপুর জেলা কার্যত সাপের বিষ পাচারের করিডর বলে তদন্তকারীরা মনে করেন। বিশেষ করে হিলি সীমান্ত। দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিকে রয়েছে বাংলাদেশ। ২৫২ কিলোমিটার সীমান্ত রয়েছে। অনেক জায়গায় কাঁটা তারও নেই। ফলে উন্মুক্ত এই সীমান্তকে কাজে লাগানোর চেষ্টা করে পাচারকারীরা। যদিও বিএসএফ সদা পাহারাদার। বেলাকোবা রেঞ্জের আধিকারিক ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে সাপের বিষ উদ্ধার করেছে।