Panchayat Election 2023: গঙ্গারামপুরে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী, বোমাবাজিতে জখম বিজেপি সমর্থকরাও

Rupak Sarkar | Edited By: Soumya Saha

Jul 08, 2023 | 10:10 PM

Firing in Gangarampur: সন্ধেয় গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও গুলি চালানোর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব।

Panchayat Election 2023: গঙ্গারামপুরে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী, বোমাবাজিতে জখম বিজেপি সমর্থকরাও
গঙ্গারামপুরে গুলি
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

গঙ্গারামপুর: সন্ধের পর উত্তপ্ত গঙ্গারামপুরের উদয় পঞ্চায়েত। বুথের কাছেই গুলিবিদ্ধ হলেন শাসক দলের প্রার্থী। আক্রান্ত তৃণমূল প্রার্থীর নাম নূর আমিন মিঁয়া। ঘটনাটি ঘটেছে উদয় গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের সামনে। গুরুতর জখম অবস্থায় তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। নূর আমিন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির ১৮ নম্বর আসনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন। সন্ধেয় গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও গুলি চালানোর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন সন্ধের পর ৪৯ নম্বর বুথের দখল নেওয়ার চেষ্টা করে তৃণমূল। সেই সময় বিরোধীরা মূলত বিজেপি এবং বিক্ষুব্ধ তৃণমূলীরা তাতে বাধা দেয়। আর সেই সময়েই বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। দু’পক্ষের গন্ডগোল ক্রমেই বাড়তে থাকে এবং গুলিও চলে। সেই গুলি গিয়ে লাগে তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীর গায়ে। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষে বিরোধী পক্ষেরও বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বোমাবাজির সময়ে বিজেপির তিন জন সমর্থকও জখম হয়েছেন।

এদিকে শনিবার সন্ধের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েত চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নজরদারি চালাচ্ছে পুলিশ। তবে সন্ধের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

Next Article