Balurghat: পুকুরের জলে ভাসছে মা দুই সন্তানের দেহ, পিছনের কারণ জানলে চমকে উঠবেন

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 21, 2022 | 4:51 PM

Balurghat: মৃতদের নাম জুলাখা খাতুন (৩২), রাহুল আনসারি (৩) ও রোহিত আনসারি (২)। এ দিকে বিষয়টি নজর রাখতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Balurghat: পুকুরের জলে ভাসছে মা দুই সন্তানের দেহ, পিছনের কারণ জানলে চমকে উঠবেন
বালুরঘাটে মৃতদেহ উদ্ধার (নিজস্ব ছবি)

Follow Us

বংশীহারী: পারিবারিক অশান্তির জের। দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন মা। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ৫ নং মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঞ্জারিপাড়া এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে মা ও তার দুই সন্তানের দেহ।

মৃতদের নাম জুলাখা খাতুন (৩২), রাহুল আনসারি (৩) ও রোহিত আনসারি (২)। এ দিকে বিষয়টি নজর রাখতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারী থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও এলাকায় পৌঁছন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। পরে বংশীহারী থানার পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে নিয়ে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ৫ নং মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের পাঞ্জারিপাড়া এলাকায় বাড়ি নেমুউদ্দি আনসারীর। পেশায় তিনি পরিযায়ী শ্রমিক। নেমুউদ্দি আনসারীর সঙ্গে দীর্ঘদিন আগে বিয়ে হয় জুলাখা খাতুনের। তাঁদের দুই সন্তান রয়েছে। বেশ কয়েকদিন থেকে দুই ছেলের মধ্যে ছোট ছেলে রোহিত আনসারি অসুস্থ। অপরদিকে, স্বামী নেমুউদ্দি আনসারী বর্তমানে বিহারে রয়েছেন। ইদের আগে তিনি রাজমিস্ত্রীর কাজ করতে বিহারে যান। বর্তমানে ওখানেই রয়েছেন তিনি। এ দিকে, ছোট ছেলে অসুস্থ। স্ত্রী আসতে বলার পরও না আসায় ফোনে বচসা বাঁধে।

বুধবার দুপুরে আবারও মোবাইলে স্বামী ও স্ত্রীর মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়। এরপরেই দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান জুলেখা খাতুন। অবশেষে এ দিন সকালে দুই ছেলেকে নিয়ে বাড়ির থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে পুকুর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হন জুলেখা খাতুন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদের উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য পাঠায় বালুরঘাটে। এরপর এলাকায় আসে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনাস্থল খতিয়ে দেখে। পুরো ঘটনার তদন্ত করেছে পুলিশ।

Next Article