শিলিগুড়ি: কোনও আশা নেই। তাও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে বুথে এলেন নব্বই ঊর্ধ্ব বেলারানী বসু। বয়সের ভারে ন্যুব্জ। একা চলতে পারেন না। এই শরীর নিয়েও কোনওক্রমে টোটোয় চেপে ভোট দিতে এলেন শিলিগুড়ির মহাকালপল্লির বাসিন্দা বেলা দেবী। নিজেই বলছেন ‘কোনও আশা নেই’, তবু ভোট দিতে এসেছেন এই গরমের মধ্যে। গণতন্ত্রের উৎসবই বটে! শিলিগুড়ির মহানন্দা বিদ্যামন্দিরে শুক্রবার এমনই দৃশ্য ধরা পড়ল। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে তিনিও এসেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে।
ভোট দেওয়ার পর বেলারানী বসু নিজেই বললেন, ‘ভাল লাগছে না একটুও। কী করব!’ কী আশা নিয়ে ভোট দিতে এলেন, সে কথা জানতে চাওতেই বললেন, ‘না… না… কোনও আশা নেই। এখন ভগবানের কাছে যেতে পারলে বাঁচি।’ এদিন যখন শিলিগুড়ির মহানন্দা বিদ্যামন্দিরের বুথ থেকে ভোট দিয়ে ফিরছিলেন বেলা দেবী, তখন সেই বুথ চত্বরেই ছিলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। বৃদ্ধাকে দেখেই বিজেপি প্রার্থী এগিয়ে যান তাঁর দিকে। বৃদ্ধাকে টোটোয় উঠতে সাহায্য করেন। সেখানে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এগিয়ে গিয়ে তাঁকে গাড়িতে বসিয়ে দেন।
শুক্রবার দ্বিতীয় দফায় বাংলার তিন আসনে ভোট চলছে। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট- উত্তরবঙ্গের এই তিন লোকসভা আসনে আজ ভোটগ্রহণ। তার মধ্যে অন্যতম চর্চিত লোকসভা আসন হল দার্জিলিং। এখানে বিজেপির রাজু বিস্তার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে। কংগ্রেসের থেকে লড়ছেন অজয় এডওয়ার্ডের বন্ধু মুনীশ তামাং। আবার বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাও ভোটে লড়ছেন নির্দল প্রার্থী হয়ে। এদিন বেলা ১১টা পর্যন্ত দার্জিলিঙে ভোট পড়েছে ৩৪ শতাংশ।