লাথি মেরে ভাঙা হল দরজা… তরুণীকে নগ্ন করে মার প্রেমিকের ঘনিষ্ঠ বান্ধবীর! পুরুষ বন্ধুকে দিয়ে ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Aug 21, 2021 | 12:04 AM

Triangular Love: ঘরে ঢুকেই বেধড়ক মারধর শুরু হয় তরুণীকে। মারতে মারতে তাঁকে বিবস্ত্র করে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একের পর এক আসবাবপত্র। একই সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ। পাশাপাশি এই পুরো নির্যাতনের দৃশ্য এক পুরুষ বন্ধুকে দিয়ে ভিডিয়ো করানোর অভিযোগ উঠেছে ওই আক্রমণকারী তরুণীর বিরুদ্ধে।

লাথি মেরে ভাঙা হল দরজা... তরুণীকে নগ্ন করে মার প্রেমিকের ঘনিষ্ঠ বান্ধবীর! পুরুষ বন্ধুকে দিয়ে ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োর স্ক্রিনশট

Follow Us

শিলিগুড়ি: এক লাথিতে মেয়েটির ভাড়া বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে প্রেমিকের অন্য বান্ধবী। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় মার। বন্ধু বান্ধবদের নিয়ে রীতিমতো তাণ্ডব করা হয় মেয়েটির ঘরের আসবাবপত্র। শুরু হল চুলমুঠি ধরে মারধর। কিছু বুঝে উঠতে না উঠতেই তার পরনের পোশাক ছিঁড়ে উলঙ্গ করে ফেলে প্রেমিকের দ্বিতীয় বান্ধবী। এখানেই শেষ নয়। সেই বিবস্ত্র করার দৃশ্য আবার পুরুষ বন্ধকে দিয়ে রেকর্ড করিয়ে ভাইরাল করা হল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাটিগাড়া থানা এলাকায়।

জানা গিয়েছে, ত্রিকোন প্রেমের জেরে এক প্রেমিকাকে উলঙ্গ করে মারধর করেন অন্য এক যুবতী। সেই মার ও নির্যাতনের দৃশ্য আবার ভাইরাল করা হয় ভিডিয়ো করে! ঘটনায় মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি শপিং মলে কাজ করতেন বছর ২২ এর রিয়া (নাম পরিবর্তিত)। সেখানেই এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়। ঘনিষ্ঠতা বাড়ে। এদিকে ওই যুবক দু’জন বিশেষ বান্ধবীর সঙ্গে সমান্তরালে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। সেটাই জানতে পেরে অন্য প্রেমিকা রিয়ার বাড়িতে চড়াও হন। তাঁর সঙ্গে ছিল বেশ কয়েকজন বন্ধু বান্ধবী।

গত ১০ আগস্ট তারা ভাড়াবাড়িতে থাকা রিয়ার বাড়িতে পৌঁছে যায়। দরজা বন্ধ দেখে লাথি মেরে দরজা ভাঙে। তার পর ঘরে ঢুকেই বেধড়ক মারধর শুরু হয় তরুণীকে। মারতে মারতে তাঁকে বিবস্ত্র করে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একের পর এক আসবাবপত্র। একই সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ। পাশাপাশি এই পুরো নির্যাতনের দৃশ্য এক পুরুষ বন্ধুকে দিয়ে ভিডিয়ো করানোর অভিযোগ উঠেছে ওই আক্রমণকারী তরুণীর বিরুদ্ধে। তার পর সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়।

এর পর মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা যুবতী। তাঁর অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। আরও পড়ুন: ভাড়া দিতে না পারায় বাড়ির দরজায় তালা! কোলের শিশুকে ‘বিক্রি’ করতে এসে করুণ কাহিনী শোনালেন মা-বাবা

Next Article