Siliguri Municipality: ‘ভোট ঘোষণা হয়েছে, এবার তো পদত্যাগ করুন’, গৌতমকে কটাক্ষ অশোকদের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 23, 2021 | 8:45 PM

Siliguri Municipality Election: অশোক ভট্টাচার্যের কটাক্ষ, "কলকাতা পুরভোটে যা হয়েছে... এদের সৎ উদ্দেশ্যে আছে বলে মনে হয় না। তবে যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি। মোকাবিলা হবে।''

Siliguri Municipality: ভোট ঘোষণা হয়েছে, এবার তো পদত্যাগ করুন, গৌতমকে কটাক্ষ অশোকদের
অশোক ভট্টাচার্য ও গৌতম দেব। ফাইল চিত্র।

Follow Us

শিলিগুড়ি: ভোট ঘোষণা হয়েছে, এবার পদত্যাগ করুন প্রশাসক বোর্ডের সদস্যরা। বৃহস্পতিবার এমনই দাবি করে শিলিগুড়িতে (Siliguri) সাংবাদিক বৈঠক করল বামেরা (Left)। পুর প্রশাসক গৌতম দেবকে (Goutam Deb) কটাক্ষও ছুড়ে দিলেন সিপিএম নেতারা। আবার আলিপুরদুয়ার থেকে আগামিকালই গৌতম দেবের পদত্যাগ অথবা অপসারণ দাবি করলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Asok Bhattacharya)।

২২ শে জানুয়ারি রয়েছে শিলিগুড়ির পুরভোট (Siliguri Municipality Election)। এবার পদত্যাগ করুন শিলিগুড়ির প্রশাসক বোর্ডের সদস্যরা। সাংবাদিক বৈঠকে এমন দাবি জানাল সিপিএম। শিলিগুড়িতে ‘ভোট লুঠের চেষ্টা’ হলে ঝান্ডার রঙ দূরে সরিয়ে রেখে সম্মিলিত প্রতিবাদ, প্রতিরোধ হবে বলে হুঁশিয়ারিও দেয় তারা। এদিন বিকালে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে জানালেন সিপিএম নেতা জীবেশ সরকার।

দলীয় কার্যালয়ে বিকেলে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকা হয়। জেলা সম্পাদক সমন পাঠক ও জীবেশ সরকার জানান, “আমরা প্রস্তুত আছি। প্রার্থীও চূড়ান্ত। আজ থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার শুরু হচ্ছে। দ্রুত সেই প্রার্থীদের নাম আমরা প্রকাশ করব। শিলিগুড়িতে আমাদের শক্তি আছে। ভোট লুঠ রুখতে আমরা ঝান্ডার রঙ দূরে সরিয়ে রেখে মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব”।

পাশাপাশি জীবেশবাবু জানান, “শিলিগুড়িতে প্রশাসক বোর্ডে হেরে যাওয়া তৃণমূল নেতারা প্রশাসক পদে বসে আছেন। ভোট আসছে। দ্রুত মডেল কোড অফ কন্ডাক্ট চালু হোক এবং গৌতম দেবসহ বাকি সদস্যরা পদত্যাগ করুন”। এদিকে এ নিয়ে গৌতম দেবের প্রতিক্রিয়া, “শিলিগুড়িতে আমরা অপ্রতিরোধ্য। জয় আমাদের নিশ্চিত। আমরাই জিতব। বিজেপি, সিপিএম এখন ক্ষয়িষ্ণু দল। আমরা তৈরি আছি”।

এদিকে ভোটের দিনক্ষণ নিয়ে আবার প্রশ্ন তুলেছেন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। এদিন আলিপুরদুয়ারে প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র এক সাক্ষাৎকারে বলেন, “আমরাই একমাত্র পার্টি যারা প্রথম থেকেই নির্দিষ্ট সময়ে নির্বাচন করার দাবি জানিয়ে এসেছি। এ নিয়ে শিলিগুড়িতে তো ধারাবাহিক আন্দোলন করেছি। আমার একটাই প্রশ্ন, শিলিগুড়িতে ২২ তারিখ, বাকি জায়গায় ২৭ তারিখে কেন?”

তাঁর দাবি, এই নিয়ে শাসক দলের একটা পরিকল্পনা আছে। বলেন, “সমস্ত জায়গার লোক শিলিগুড়িতে এনে চাপ সৃষ্টি করা হবে। হঠাৎ করে এটা হল কেন? আসলে ঘরপোড়া গোরু সিদুরে মেঘ দেখলে ভয় পায়। কলকাতা পুরভোটে যা হয়েছে… এদের সৎ উদ্দেশ্যে আছে বলে মনে হয় না। তবে যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি। মোকাবিলা হবে। কলকাতায় ফেয়ার ইলেকশন হলে ফল আরও ভালো হত। আরও সিট পেতাম আমরা”। তিনি আগামিকালই পুর প্রশাসককে অপসারণের দাবি তুলেছেন। বলেন, ‘নমিনেটেড বডির থাকার আর কোনও অধিকার নেই”।

আরও পড়ুন: Anubrata Mondal and Bidyut Chakraborty: ‘মিথ্যাবাদী, অশিক্ষিত, পাগল ভিসি’, এবার পৌষমেলা নিয়ে ঠোকাঠুকি অনুব্রত-বিদ্যুতে 

Next Article