Ashok Bhattacharya : ‘আমাদের কাছে অনুপ্রেরণা’, ‘শিলিগুড়ির মেয়ে’ ববিতাকে সংবর্ধনা দিতে চান অশোক
Ashok Bhattacharya : শিলিগুড়ির কলেজ পাড়ার বাসিন্দা ববিতার করা মামলার জেরেই বিপাকে পড়েন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। ববিতার লড়াইকে কুর্নিশ জানালেন অশোক ভট্টাচার্য।

শিলিগুড়ি : শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। একদিকে হাইকোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আর্জি খারিজ করে দিয়েছে। আবার, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গেল। তিনি নিজেকে আর শিক্ষক বলে পরিচয় দিতে পারবেন না। এমনকী ২০১৮ সাল থেকে তিনি যে বেতন পেয়েছেন তাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। অঙ্কিতার বিরুদ্ধে লড়াইয়ের কান্ডারি ববিতা সরকারকে (Babita Sarkar) নিয়েও হইচই শুরু হয়েছে। শিলিগুড়ির মেয়ে ববিতাকে নিজেদের অনুপ্রেরণা বললেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। এমনকী, তাঁকে সংবর্ধনাও দিতে চান বলে জানালেন।
শিলিগুড়ির কলেজ পাড়ার বাসিন্দা ববিতার করা মামলার জেরেই বিপাকে পড়েন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। আজই চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা অধিকারী। দুই কিস্তিতে ফেরাতে হবে বেতন বাবদ পাওয়া অর্থও।
আজ শিলিগুড়িতে এসএসসি-তে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবাদ মিছিলে পা মেলান শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। ববিতার লড়াইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “ববিতাকে কুর্নিশ। লড়াইয়ের প্রধান মুখ ববিতা। ধারাবাহিকভাবে রাস্তায় থেকেছে। ওর লড়াই আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে।”
ববিতা শিলিগুড়ি ফিরলেই তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। জানালেন অশোক ভট্টাচার্য। তাঁর লড়াইকে কুর্নিশ জানিয়েই এই সিদ্ধান্ত। শিলিগুড়ির প্রাক্তন মেয়র বলেন, “আমি ওকে ফুল দিতে যাব।”
অঙ্কিতা অধিকারীর চাকরি যাওয়া নিয়ে অশোক ভট্টাচার্য বলেন, “অঙ্কিতা শিক্ষিত মেয়ে। কিন্তু বাবার পাল্লায় পড়ে লোভে পাপ আর পাপে মৃত্যু। খুবই দুঃখজনক।” হাইকোর্টের নির্দেশ নিয়ে তিনি বলেন, “আমার মনে হয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন, তার মধ্যে মেরিট রয়েছে। তাই কেউ হাত দিতে পারছেন না।”
এদিকে, আজ হাইকোর্টের নির্দেশের সময় কলকাতায় ছিলেন ববিতা। মন্ত্রী-কন্যার বিরুদ্ধে লড়াই করা নিয়ে তিনি বলেন, “আমি আমার জায়গার জন্য লড়াই করেছি। যদি মন্ত্রীর মেয়ে না হয়ে আমার মতোই সাধারণ পরিবারের মতো মেয়ে হতো তাহলেও আমি লড়াইটা করতাম। উনি মন্ত্রীর মেয়ে কী কার মেয়ে সেটা আমার দেখার বিষয় নয়।” ববিতা যাই বলুন, অশোক ভট্টাচার্য স্পষ্ট করে দিলেন, শিলিগুড়ির মেয়ে তাঁদের লড়াইয়ের অনুপ্রেরণা।
