Sunil Bansal: লক্ষ্য পঞ্চায়েত, গেরুয়া শিবিরের জমি শক্ত করতে পাহাড়ে আসছেন সুনীল বনসল

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2022 | 6:34 AM

Siliguri: উত্তরবঙ্গে সমস্ত সাংসদ বিজেপির। একাধিক বিধায়ক জিতেছেন উত্তরবঙ্গের জেলাগুলি থেকেই।

Sunil Bansal: লক্ষ্য পঞ্চায়েত, গেরুয়া শিবিরের জমি শক্ত করতে পাহাড়ে আসছেন সুনীল বনসল
সুনীল বনসল (ছবি - টুইটার)

Follow Us

শিলিগুড়ি: সামনে পঞ্চায়েত ভোট। শাসক থেকে বিরোধী সকলের প্রস্তুতি তুঙ্গে। সেই কারণে পঞ্চায়েতের আগে উত্তরের জমির হাল দেখতে আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল (Sunil Bansal)। তিন দিনের সফরে শিলিগুড়ি (Siliguri) ছাড়াও মালদা (Malda) ও রায়গঞ্জে  কর্মিদের নিয়ে একাধিক বৈঠক করবেন তিনি। বনসলের সভা ঘিরে সাজো-সাজো রব গেরুয়া ব্রিগেডে।

উত্তরবঙ্গে সমস্ত সাংসদ বিজেপির (BJP)। একাধিক বিধায়ক জিতেছেন উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলি থেকেই। ২০২৪ লোকসভা নির্বাচন ও তার আগে পঞ্চায়েত নির্বাচনেও আরও ভাল ফল করতে চায় বিজেপি। সেই লক্ষেই দলের হাল বুঝতে সশরীরে আসছেন বনসল।

দলীয় সূত্রে খবর, ৬ নভেম্বর শিলিগুড়িতে কর্মীসভা করবেন তিনি। পরদিন মালদায় দুই সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করবেন বনসল। আগামী ৮ নভেম্বর রায়গঞ্জে দুই দিনাজপুরের বিজেপি কর্মীদের নিয়ে বৈঠকেও যোগ দেবেন বনসল। এই তিন দিনের সফরে বনসলের সঙ্গেই হাজির থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের পদস্থ নেতারাও। বৈঠকে থাকবেন উত্তরের বিজেপি বিধায়ক ও সাংসদের।

পুজো শেষ হতেই তাই আর সময় নষ্ট না করে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। নিজেদের শক্তি যাচাই করে দুর্বলতা খুঁজে বের করে তা মেরামত করে ভোটের ময়দানে নামতে চায় গেরুয়া ব্রিগেড। বিজেপির এই কর্মসূচি সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গে। সতর্ক নজর রাখছে ঘাসফুল শিবির।

শিলিগুড়িতে সেবক রোডে এক ভবনে এই সভার আয়োজন হয়েছে। এখান থেকেই পঞ্চায়েত ও লোকসভার আগে কর্মীদের দিশা দেখাবে পদ্ম শিবির। যদিও তৃণমূলের তরফে মেয়র গৌতম দেব বলেন, ‘এরা ভোট পাখি। ভোট আসলে আসে। চলেও যায়। কে আসছেন তাতে গুরুত্ব নেই। এর আগেও ওরা বাংলায় ঘরবাড়ি বানিয়ে থেকেছে।’

Next Article