Bimal Gurung: যে কথা রাখবে, ‘২৪-এর ভোটে তার পাশেই, সাফ বার্তা গুরুংয়ের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 04, 2022 | 11:11 PM

GTA: পাহাড়ে জিটিএ নির্বাচন হয় প্রায় ১০ বছর পর। অনিত থাপার দলের বিপুল ভোট পাওয়া, তৃণমূলের সঙ্গে এগিয়ে চলা, পাহাড়ি রাজনীতিতেও পাকদণ্ডী পথ নেহাত কম নয়।

Bimal Gurung: যে কথা রাখবে, ২৪-এর ভোটে তার পাশেই, সাফ বার্তা গুরুংয়ের
বিমল গুরুং।

Follow Us

শিলিগুড়ি: আশা যে পূরণ করবে, ২০২৪ সালের লোকসভা ভোটে গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) তাদের পাশেই থাকবে। শুক্রবার শিলিগুড়িতে এমনই জানালেন দলের সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung)। বিমল গুরুং বলেন, “আমাদের আশা প্রত্যাশা যে পূরণ করবে তাকেই আমরা ২০২৪ সালে জিতিয়ে আনব। রাজ্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা এখনও পূরণ হয়নি। আমরা তার অপেক্ষায় আছি। আগামিদিনে কী করা যায়, কীভাবে করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা করব। আগামিদিনে কী পরিস্থিতি হয় তার উপরই নির্ভর করবে সবটা। ২০২১ সালে আমরা বলেছিলাম তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা দেখতে চাই। কিন্তু ২০২৪ সালে যিনি আমাদের জন্য কাজ করবেন তাঁকেই জেতাব। এ কথা সবসময়ই আমরা বলি।”

জিটিএ ভোট নিয়ে রাজ্য়ের সঙ্গে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার মতানৈক্য সামনে আসে। রাজ্য জিটিএ নির্বাচন করাতে চাইলেও তাতে রাজি ছিলেন না গুরুংপন্থীরা। এই ভোটের বিরোধিতায় পাহাড়ে অনশন পর্যন্ত করেন বিমল গুরুং। ১০৩ ঘণ্টা অনশনে অসুস্থ হয়ে সেই অনশনে ছেদ পড়ে। সে সময়ই গুরুং বলেছিলেন, কেন্দ্রের উপর ভরসা নেই, রাজ্যও তাঁদের কথা শুনছে না।

পাহাড়ে জিটিএ নির্বাচন হয় প্রায় ১০ বছর পর। অনিত থাপার দলের বিপুল ভোট পাওয়া, তৃণমূলের সঙ্গে এগিয়ে চলা, পাহাড়ি রাজনীতিতেও পাকদণ্ডী পথ নেহাত কম নয়। অনিতের দল দাবি করেছে, রাজ্য সরকারের সঙ্গে তাঁরা আছে, তাই পাহাড়ে উন্নতি হচ্ছে। যদিও এ কথা শুনে বিমল গুরুংয়ের প্রতিক্রিয়া, “পাহাড়ের উন্নয়ন তো আগেও হয়েছে। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কী হয়নি? রাস্তা, মডেল স্কুল, কলেজ, সেতু অনেক কিছুই হয়েছে জিটিএ এলাকায়। আমরা করেছি। চেয়ারে বসলে তো উন্নয়ন করতেই হবে।”

অন্যদিকে পাহাড়ে পঞ্চায়েত ভোট প্রসঙ্গে গুরুং বলেন, “পঞ্চায়েত ভোট নিয়ে আমরা এখন কথা বলব না। নোটিফিকেশন হোক, তার পর বলা যাবে। রাজ্য সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতোই আছে। কিন্তু আমরা প্রতীক্ষায়। যে রাজনৈতিক সমাধানের আশ্বাস আমরা পেয়েছিলাম সেটার অপেক্ষায় আছি। আলোচনার মাধ্যমেই সমাধান হবে বলে আমরা বিশ্বাস রাখি।”

Next Article