শিলিগুড়ি: কালীঘাটের কাকুও গ্রেফতার হবেন। রবিবার শিলিগুড়িতে চা চক্রে যোগ দিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে দিলীপের কটাক্ষ, “অপেক্ষা করুন। আগামী দিনে জেলেই গণেশ, কার্তিকের পুজো হবে।” রাজ্যের পরিস্থিতি এবং তৃণমূলের ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ জানিয়েছেন, তৃণমূলের জন্য বিজেপির ওষুধ তৈরি আছে। নেতাদের বাড়ি ঘেরাও করে গোবর লেপে দেওয়ার কথাও শোনা গিয়েছে তাঁর গলায়। শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলা ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি। বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রসঙ্গে পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপির এই সাংসদ। তিনি বলেছেন, “পুলিশ নপুংসক। ওরা এসব করবেই।” পাশাপাশি দিলীপের হুঙ্কার, “মারতে এলে রসগোল্লা খাওয়াব নাকি?”
রবিবার শিলিগুড়ির চা চক্রের অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সেখানকার স্থানীয় নেতারা। সেই চা চক্রের অনুষ্ঠানে তৃণমূলকে সুদ সমেত ফেরত দেওয়ার বার্তা তিনি দিয়েছেন উপস্থিত কর্মীদের। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালীঘাটের কাকুকে নিয়ে মুখ খুলেছেন তিনি। এ ব্যাপারে বলেছেন, “খুব শীঘ্রই জেলে যাবে কালীঘাটের কাকু। গণেশ, কার্তিকের নামও শোনা যাচ্ছে। জেলে এবার গণেশ, কার্তিক পুজো হবে।” এর পরই কোচবিহারের দিনহাটায় অশান্তি প্রসঙ্গে দিলীপ বলেছেন, “ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। লোক আর ভয় পাচ্ছে না। আমাদের ভয় দেখিয়ে থামানো যাবে না।”
দিলীপের এই বক্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “দিলীপ ঘোষ একটা উন্মাদ । উনি বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন মারবেন, স্ট্রেচারে করে পাঠিয়ে দেবেন। কিন্তু কিছুই করতে পারেননি। এখন বলছেন জলের লাইন কাটবেন। উনি উন্মাদ।” একই সুর শিলিগুড়ির জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষের। তিনি বলেছেন, “দিলীপ ঘোষ পাগল হয়ে গেছেন। সবাইকে উসকানি দিচ্ছেন। যা মনে আসে বলতে থাকেন। এসব নেই পালটা মন্তব্যের কিছু নেই। জনবিচ্ছিন্ন একটা দল। ভোটে হার নিশ্চিত বুঝেই এখন গন্ডগোল পাকাতে চাইছে বিজেপি।”