শিলিগুড়ি: সবুজ এক খণ্ড জমি। সাধে নাম রাখা হয়েছিল বাঘাযতীন পার্ক। লোক মুখে চলতে ফিরতে তার সংক্ষিপ্ত নাম এখন ‘বিজেপি’। ব্যস, তাই নিয়েই শুরু রাজনৈতিক জলঘোলা। পার্কের নাম কেন বিজেপি? বড্ড আপত্তি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। শুধু আপত্তিই নয়, পার্ককে যাতে ওই নামে কেউ না ডাকেন, তার জন্য এলাকার মানুষের কাছে আর্জিও জানালেন পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।
আমজনতা তো প্রায় ভ্যাবাচাকা খেয়ে গেছেন। পুজোর উদ্বোধন অনুষ্ঠানে এসে এ কেমন আর্জি তৃণমূল নেতার! তাঁরা ভাবছেন একটা তো নামই… এতে আবার কীসের রাজনীতি!
শিলিগুড়ি শহরের ঐতিহ্য বাঘাযতীন পার্ক। বর্তমান জেনারেশনের কাছে এই পার্কের ‘শর্ট নেম’ বিজেপি। কিন্তু সেই নামে এলার্জি রয়েছে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের। তাই জগদ্ধাত্রী পূজার একটি অনুষ্ঠানে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকার বাসিন্দাদের কাছে তিনি অনুরোধ করলেন, “বাঘাযতীন পার্ক এর শর্ট নেম বিজেপি। এই নামে আমায় এলার্জি আছে। তাই এই নামটির আগে কোনও একটি শব্দ বসানো হোক।” কিন্তু এই নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে।
একটা ‘তুচ্ছ’ নামকে কেন রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে। যা ঘিরে প্রবল আপত্তি স্থানীয় বাসিন্দাদেরই একাংশের। এলাকারই বাসিন্দাদের একাংশের বক্তব্য, “এখন শর্ট নেমের যুগ। সব কিছুতেই মানুষ শর্ট নেম খুঁজছেন। টেক্সট মেসেজ কিংবা সোশ্যাল মিডিয়ায় সবেতেই এই শর্টের দাপট চলছে। সেই কারণেই বাঘাযতীন পার্ক শর্টে হয়ে গিয়েছে বিজেপি। কিন্তু এর সঙ্গে রাজনীতির অঙ্কের যোগ খোঁজা অর্থহীন।”
এলাকারই তরুণ সমাজের বক্তব্য, “এটা কে কেমনভাবে দেখছেন, তাঁর দৃষ্টিভঙ্গির ব্যাপার। একটা নামই তো। এটা নিয়ে রাজনীতি করার কোনও প্রয়োজন নেই।” তাই নাম পরিবর্তন নিয়ে আপত্তি তুলেছেন শহরের বাসিন্দাদের একাংশ।
এ নিয়ে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবকে বিঁধেছেন শিলিগুড়ি বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর দাবি, “শহরে উন্নয়ন স্তব্ধ। তাই দৃষ্টি অন্যত্র ঘোরাতেই এসব আলপটকা মন্তব্য করছেন গৌতম দেব।”
আরও পড়ুন: Municipal Election: পুরভোট প্রস্তুতি নিয়ে এবার কমিশনের বৈঠকে মুখ্যসচিবকে তলব, থাকবেন স্বরাষ্ট্রসচিবও