শিলিগুড়ি: লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতির চর্চায় জোটের জট। রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোটের সম্ভাবনা নিয়ে অহরহ চলছে কাটাছেঁড়া। আর এরই মাঝে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বঙ্গসফর। শিলিগুড়িতে আসছেন তিনি। তবে সেই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণের বিষয় নিয়ে মুখে কুলুপ শীর্ষ নেতাদের।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা। এর আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ব্যাপক সাড়া ফেলেছিল জাতীয় রাজনীতিতে। এবার সেই যাত্রাই নতুনভাবে। কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারির মধ্যে গুয়াহাটি থেকে কোচবিহার হয়ে এ রাজ্যে প্রবেশ করবে এই যাত্রা।
সূত্রের খবর, সেই সময় শিলিগুড়ি আসবেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রা শিলিগুড়িতে কাওয়াখালি এলাকায় ঢুকবে। সেখানে রাহুল এবং দিল্লির শীর্ষ নেতাদের থাকার তাবু ও ক্যারাভ্যান-সহ একাধিক শিবির করা হবে। পরদিন সকালে নকশালবাড়ি হয়ে বিহারের গলবলিয়ায় চলে যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। বিহারে প্রবেশের আগে কাওয়াখালিতে রাহুলের একটি কর্মিসভার আয়োজন করতে চেয়ে দিল্লিতে আবেদনও করেছে প্রদেশ কংগ্রেস।
এ নিয়ে বুধবার শিলিগুড়িতে বৈঠকে বসেন উত্তরবঙ্গের কংগ্রেস নেতারা। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতারা এই বৈঠকে ছিলেন। এদিন সকাল ১১টা থেকে শিলিগুড়িতে প্রস্তুতি বৈঠক হয়। বৈঠক শেষে কংগ্রেস নেতারা জানিয়ে দেন, এ রাজ্যে রাহুল গান্ধীর এই যাত্রায় ইন্ডিয়া জোটের শরিক রাজ্যের বাম ও তৃণমূল নেতাদের আমন্ত্রণের বিষয়টি শীর্ষনেতারা স্থির করবেন। ওই দলগুলিও এই যাত্রায় থাকবে কি না তাও তাঁরাই স্থির করবেন। তবে কংগ্রেস আশাবাদী জোট শরিকেরা এই যাত্রায় থাকবেন। যদিও আসন সমঝোতা হবে কি না তা নিয়ে সংশয়ে কংগ্রেস নেতারা। এ রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কংগ্রেস নেতারা।