‘হুক্কা হুয়া বাজেট’! বাংলায় আপনারা কী করবেন, সব করে দিয়েছি: মমতা

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: সুমন মহাপাত্র

Feb 01, 2021 | 6:52 PM

মমতা শেষ করলেন, 'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট...'

Follow Us

শিলিগুড়ি: ‘হুক্কা হুয়া বাজেট’! স্রেফ একটা কথাতেই গোটা বাজেটের (Budget 2021) পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষযটিই বড্ড কাকতালীয়! নির্মলা সীতারমণের বাজেট পেশের ঘণ্টা তিনেকে ব্যবধানে শিলিগুড়িতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কেন্দ্র বনাম রাজ্যের চিরাচরিত তরজায় আজকের সংযোজন বাজেট অধ্যায়। কেমন হল বাজেট? বাংলা কী পেল? বাংলার মুখ্যমন্ত্রী কী বললেন? গোটা বাংলা মুখিয়ে। টুইটার থেকে ফেসবুক-মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া খুঁজেছে সামাজিক মাধ্যম। নাহ, লিখিত রূপে নয়, এক্কেবারে চাঁচাছোলা ভাষায় শিলিগুড়ির সভা থেকে বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, ‘এক্কেবারে হুক্কা হুয়া বাজেট হয়েছে।’

মুখ্যমন্ত্রীর কথার প্রথম থেকেই প্রত্যাশা মতো সেই ‘আগুন’ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। মঞ্চে দাঁড়িয়ে একটি শব্দ বলেছেন আট বার। ‘আরেক বার….’ ঠিক গুনে গুনে আট বার এই শব্দ বললেন, তারপর বললেন, ‘কেন্দ্র আরও একবার বাড়িয়েছে পেট্রোপণ্যের দাম।’ ‘দাম বেড়েছে সবেরই, আম জনতা পেল কী?’ নিম্ম মধ্যবিত্তদের এই প্রশ্নই বারবার উঠে এসেছে এদিন মুখ্যমন্ত্রীর গলায়।

বললেন, ‘কেন্দ্র নাকি বিমাতে বিদেশি বিনিয়োগ ৪৯-৭৪ শতাংশ করার অনুমতির প্রস্তাব দিয়েছে। কিন্তু ভেবে দেখেছেন তাতে হবেটা কী? বিমার টাকা পাবেন কোথায়? ১৫ লক্ষ টাকা দেবে, কাটবে উল্টে ১৫ লক্ষ টাকাই।’ তাঁর কথায়, ‘পুঁজিপুতিদের টাকা মুকুব করা হচ্ছে।’ বললেন, ‘পেট্রো পণ্যে কৃষি সেস বসিয়ে দিয়েছে। সেসের টাকা রাজ্য পায় না।’

মমতার কথায়, “সব বিক্রি। রেল বিক্রি, সেল বিক্রি, বিএসএনএল বিক্রি। ইন্ডাস্ট্রি কেবল একজন দুজনের। এরা সব বিক্রি করে দেবে। সব সরকারি ক্ষেত্রকেই বিক্রি করে দেবে। এক দিন গোটা দেশকেই বিক্রি করে দেবে।”

এবার প্রসঙ্গে আসে বাংলা। আরও বেশি তীক্ষ্ণ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। তাঁর সরাসরি আক্রমণ, “আরে ওরা শিলিগুড়ি, কলকাতায় কী করবে, আমরা তো সব আগেই করে দিয়েছি।” উল্লেখ্য, কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক সংস্কারের কাজে বিপুল বরাদ্দ করেছে কেন্দ্র। মমতার নিখাদ আক্রমণ, “ভোটের আগে এসে রাস্তা সংস্কার করবেন? দরকার নেই। আমি বাংলার সব রাস্তা করে দেব।”

আরও পড়ুন: Budget 2021: দেশকে স্বাবলম্বী করে তুলবে আজকের বাজেট: প্রধানমন্ত্রী

বাংলাবাসীকে মমতা বললেন, “ওদের একদম ভরসা করবেন না। দিদিও ছিল, দিদিই থাকবে আর থাকবেন আপনারা।” অমিত মিত্রের কথা উল্লেখ করে বাজেট বিশ্লেষণে মমতা বললেন, ‘ডিসগাইজড, ক্যামোফ্লেজ’। মমতা শেষ করলেন, ‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট…’

শিলিগুড়ি: ‘হুক্কা হুয়া বাজেট’! স্রেফ একটা কথাতেই গোটা বাজেটের (Budget 2021) পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষযটিই বড্ড কাকতালীয়! নির্মলা সীতারমণের বাজেট পেশের ঘণ্টা তিনেকে ব্যবধানে শিলিগুড়িতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কেন্দ্র বনাম রাজ্যের চিরাচরিত তরজায় আজকের সংযোজন বাজেট অধ্যায়। কেমন হল বাজেট? বাংলা কী পেল? বাংলার মুখ্যমন্ত্রী কী বললেন? গোটা বাংলা মুখিয়ে। টুইটার থেকে ফেসবুক-মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া খুঁজেছে সামাজিক মাধ্যম। নাহ, লিখিত রূপে নয়, এক্কেবারে চাঁচাছোলা ভাষায় শিলিগুড়ির সভা থেকে বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বললেন, ‘এক্কেবারে হুক্কা হুয়া বাজেট হয়েছে।’

মুখ্যমন্ত্রীর কথার প্রথম থেকেই প্রত্যাশা মতো সেই ‘আগুন’ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা। মঞ্চে দাঁড়িয়ে একটি শব্দ বলেছেন আট বার। ‘আরেক বার….’ ঠিক গুনে গুনে আট বার এই শব্দ বললেন, তারপর বললেন, ‘কেন্দ্র আরও একবার বাড়িয়েছে পেট্রোপণ্যের দাম।’ ‘দাম বেড়েছে সবেরই, আম জনতা পেল কী?’ নিম্ম মধ্যবিত্তদের এই প্রশ্নই বারবার উঠে এসেছে এদিন মুখ্যমন্ত্রীর গলায়।

বললেন, ‘কেন্দ্র নাকি বিমাতে বিদেশি বিনিয়োগ ৪৯-৭৪ শতাংশ করার অনুমতির প্রস্তাব দিয়েছে। কিন্তু ভেবে দেখেছেন তাতে হবেটা কী? বিমার টাকা পাবেন কোথায়? ১৫ লক্ষ টাকা দেবে, কাটবে উল্টে ১৫ লক্ষ টাকাই।’ তাঁর কথায়, ‘পুঁজিপুতিদের টাকা মুকুব করা হচ্ছে।’ বললেন, ‘পেট্রো পণ্যে কৃষি সেস বসিয়ে দিয়েছে। সেসের টাকা রাজ্য পায় না।’

মমতার কথায়, “সব বিক্রি। রেল বিক্রি, সেল বিক্রি, বিএসএনএল বিক্রি। ইন্ডাস্ট্রি কেবল একজন দুজনের। এরা সব বিক্রি করে দেবে। সব সরকারি ক্ষেত্রকেই বিক্রি করে দেবে। এক দিন গোটা দেশকেই বিক্রি করে দেবে।”

এবার প্রসঙ্গে আসে বাংলা। আরও বেশি তীক্ষ্ণ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। তাঁর সরাসরি আক্রমণ, “আরে ওরা শিলিগুড়ি, কলকাতায় কী করবে, আমরা তো সব আগেই করে দিয়েছি।” উল্লেখ্য, কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক সংস্কারের কাজে বিপুল বরাদ্দ করেছে কেন্দ্র। মমতার নিখাদ আক্রমণ, “ভোটের আগে এসে রাস্তা সংস্কার করবেন? দরকার নেই। আমি বাংলার সব রাস্তা করে দেব।”

আরও পড়ুন: Budget 2021: দেশকে স্বাবলম্বী করে তুলবে আজকের বাজেট: প্রধানমন্ত্রী

বাংলাবাসীকে মমতা বললেন, “ওদের একদম ভরসা করবেন না। দিদিও ছিল, দিদিই থাকবে আর থাকবেন আপনারা।” অমিত মিত্রের কথা উল্লেখ করে বাজেট বিশ্লেষণে মমতা বললেন, ‘ডিসগাইজড, ক্যামোফ্লেজ’। মমতা শেষ করলেন, ‘ভেকধারী সরকারের ফেকধারী বাজেট…’

Next Article