Hospital Fire: অগ্নি-নির্বাপণ ব্যবস্থা আছে, লোক নেই! শিলিগুড়ির নার্সিং হোমে আগুন, মৃত্যু ICU-তে থাকা রোগীর
Patient Death: বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে আগুন লাগে। নার্সিং হোমের গ্রাউন্ড ফ্লোরের স্টোর রুমে আগুন লাগে। হু হু করে আগুন বাড়তে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় নার্সিং হোমের ভিতরের অংশ।

শিলিগুড়ি: শিলিগুড়িতে একটি নার্সিং হোমে আগুন। মৃত্যু হল আইসিইউ-তে থাকা এক রোগীর। নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে নার্সিং হোমে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টা নাগাদ শিলিগুড়ির ভুটিয়া মার্কেট লাগোয়া একটি বেসরকারি নার্সিং হোমে আগুন লাগে। নার্সিং হোমের গ্রাউন্ড ফ্লোরের স্টোর রুমে আগুন লাগে। ধোঁয়া দেখেই কর্মীরা গেলে দেখেন, ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। হু হু করে আগুন বাড়তে থাকে। ধোঁয়ায় ঢেকে যায় নার্সিং হোমের ভিতরের অংশ। ভয়ে-আতঙ্কে রোগীরা নার্সিং হোম থেকে বেরিয়ে আসেন। হাসপাতালের কর্মীরাও রোগীদের বের করে আনে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। আসেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তারা এবং শিলিগুড়ি থানার পুলিশ ও পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশও।
আগুন নিয়ন্ত্রণে আনার পরই জানা যায় যে আইসিইউ-তে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। তবে আগুন থেকে ধোঁয়ায় শ্বাসকষ্টের জেরেই তাঁর মৃত্যু হয়েছে নাকি অন্য কারণে, তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ওই নার্সিং হোমে। দমকলের তরফে জানানো হয়েছে, নার্সিং হোমে অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকলেও, তা ব্যবহার করার কোনও লোক ছিল না। গতকাল ওই অগ্নি নির্বাপণ ব্যবস্থা কাজ করেনি। সেই কারণেই গ্রাউন্ড ফ্লোর থেকে আগুন ছড়িয়ে পড়ে নার্সিং হোমের দোতলা পর্যন্ত। নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ ও দমকল অগ্নিকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখছে।
