Mamata Banerjee: পাহাড়ের মেয়েকেই বাড়ির বউ করছেন মমতা, দার্জিলিং-এ জানালেন মুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 30, 2022 | 7:53 AM

Mamata Banerjee: তবে কার সঙ্গে পাহাড়ের মেয়ের বিয়ে দেওয়া হবে, তা স্পষ্ট করেননি মমতা।

Mamata Banerjee: পাহাড়ের মেয়েকেই বাড়ির বউ করছেন মমতা, দার্জিলিং-এ জানালেন মুখ্যমন্ত্রী
পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

Follow Us

দার্জিলিং: পাহাড়ে গিয়ে রাজ্য সরকারের প্রকল্পের খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে জানিয়েছেন পাহাড়ের মানুষকে তিনি ঠিক কতটা ভালোবাসেন। সে কথা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাহাড়েরই এক পরিবারের মেয়েকে বন্দ্যোপাধ্যায় বাড়ির বউ করছেন তিনি। মঙ্গলবার দার্জিলিং থেকেই এ কথা জানিয়েছেন মমতা।

এ দিন দার্জিলিং-এর এক জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পরিবারের একজনের বিয়ে দিচ্ছি। পাহাড়ের পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। পাহাড়ের মেয়েকেই ঘরের বউ করে নিয়ে যাচ্ছেন তিনি। পাহাড়বাসীকে মমতা বলেন, আপনাদের বাড়িই এখন আমার বাড়ি।

মমতা আরও বলেন, পাহাড়ের মেয়েদের হাসি কাঞ্চনজঙ্ঘার মতো। সেই সঙ্গে চা বাগানের জন্য তাঁর কী কী প্রকল্প আছে, সে কথাও জানান তিনি। তিন হাজারের বেশি পরিবারকে ‘চা সুন্দরী’ প্রকল্পে বাড়ি বানিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর সরকারের আমলে চা শ্রমিকদের মজুরিও বাড়ানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতার কথায়, পাহাড়ে যা আছে প্রচুর আছে। এমন ট্যালেন্ট আর কোথাও নেই। শিক্ষা, সংস্কৃতি সব ক্ষেত্রেই পাহাড় এগিয়ে বলে উল্লেখ করেছেন তিনি।

মূলত পাহাড়ে জিটিএ নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতেই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর বলে প্রথম থেকেই অনুমান করা হচ্ছিল।  রবিবারই শিলিগুড়িতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জিটিএ নিয়ে কথা বলতে হবে। জিটিএ ভোটটাও মে জুন মাসের মধ্যে হয়ে যাক, এমনটাই চেয়েছেন তিনি। মমতা আরও জানিয়েছেন, দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে ত্রিস্তরীয় করার জন্য কেন্দ্রকে ইতিমধ্যেই জানিয়েছেন তিনি। পরে সোমবার বৈঠক সারেন মমতা। আর মঙ্গলবারের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বার্তা দিয়েছেন পাহাড়বাসীকে। মমতার সরকার যে প্রতিশ্রুতি দিয়ে তা রেখেছে, সেই খতিয়ানই তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই মমতাকে রাজ ভবনে আমন্ত্রণ ধনখড়ের

Next Article