দার্জিলিংবাসীকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজস্ব চিত্র।
দার্জিলিং : জিটিএ নির্বাচন নিয়ে বৈঠক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই পাহাড়ে দাঁড়িয়ে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। মঙ্গলবার দার্জিলিং-এ একটি জনসমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে মমতা বলেন, ‘পাঁচ দিনে পাঁচ বার দাম বেড়েছে। এবার মানুষ কী খাবে? বিজেপি খাবে? না দিল্লির লাড্ডু খাবে?’ সেই সঙ্গে ভোটে জিতে আসার পর তৃণমূল সরকার কোন কোন প্রতিশ্রুতি রেখেছে, সেই খতিয়ানও দেন তিনি।
কী কী বললেন মমতা? একনজরে
- মূল্যবৃদ্ধি- বারবার পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। এই ইস্যুতে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, একমাসও হয়নি, উত্তর প্রদেশের ভোট মিটেছে। তার মধ্যেই তেলের দাম বেড়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে। পাঁচদিনে পাঁচ বার তেলের দাম বেড়েছে। মমতার কথায়, ‘পাঁচ দিনে পাঁচ বার দাম বেড়েছে। এবার মানুষ কী খাবে? বিজেপি খাবে? না দিল্লির লাড্ডু খাবে?’
- ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি পড়ুয়াদের কথা চিন্তাই করছে না বিজেপি সরকার। তিনি জানান, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর অনেক পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে। তাঁদের সবার পড়া বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের পড়াশোনা চালানোর জন্য মমতা যে প্রস্তাব দিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে কেন্দ্র।
- বগটুই-কাণ্ডের উল্লেখ না করেও বিজেপিকে ওই ইস্যুতেই তোপ দাগেন মমতা। তাঁর দাবি, বিজেপি এমন কিছু করার চেষ্টা করছে যাতে মানুষ পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি ভুলে যায়। মমতা বলেন, নিজেরাই আগুন লাগায় আর নিজেরাই চীৎকার করে। গেরুয়া শিবিরকে তোপ দেগে মমতার দাবি, বিজেপি পাড়ার ক্লাবে ঝগড়া হলেও কোর্টে চলে যায়।
- মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি ভোটের সময় বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে, সে সব ভুলে যায়। কিন্তু মমতা উল্লেখ করেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সব প্রতিশ্রুতি বাস্তবায়িত করেছে। লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার খতিয়ান দেন তিনি।
পাহাড়ে জিটিএ নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়েছে সম্প্রতি। শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর সেই ভোটকে ঘিরেই। রবিবারই শিলিগুড়িতে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জিটিএ নিয়ে কথা বলতে হবে। জিটিএ ভোটটাও মে জুন মাসের মধ্যে হয়ে যাক, এমনটাই চেয়েছেন তিনি। মমতা আরও জানিয়েছেন, দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে ত্রিস্তরীয় করার জন্য কেন্দ্রকে ইতিমধ্যেই জানিয়েছেন তিনি। পরে সোমবার বৈঠক সারেন মমতা। তিনি বৈঠক শেষে জানান, চারটি সংগঠনের সঙ্গে দেখা হয়েছে তাঁর। প্রত্যেকটি দলের নেতারা এসেছিলেন। সকলেই চাইছেন নির্বাচন হোক।
আরও পড়ুন : Mamata Banerjee: মমতা সাক্ষাতে জিটিএ নির্বাচনে সায়, তবু ‘কাঠপুতুল’ হতে নারাজ হামরো