Grenade: শিলিগুড়িতে উদ্ধার হ্যান্ড গ্রেনেড, এলাকায় বোম্ব স্কোয়াড

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 10, 2022 | 11:15 PM

Grenade: তবে কোথা থেকে ওই গ্রেনেড এল, কারাই বা রেখে গেল সে বিষয়ে রয়ছে ধোঁয়াশা। এর পিছনে আদপে কাদের হাত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Grenade: শিলিগুড়িতে উদ্ধার হ্যান্ড গ্রেনেড, এলাকায় বোম্ব স্কোয়াড

Follow Us

শিলিগুড়ি: কখনও মালদা তো কখনও মুর্শিদাবাদ (Murshidabad)। সাম্প্রতিককালে রাজ্যের নানা প্রান্ত থেকে বোমা উদ্ধারের (Bomb Recovered) ঘটনায় চাপানউতর তৈরি হয়েছে নাগরিক মহলে। পঞ্চায়েত ভোটের (Panchayet) আগে লাগাতার এ ঘটনায় শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। কয়কেদিন আগেই মালদায় গোবিন্দপাড়া-কালিগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি আম গাছের নীচে একটি লাল ব্যাগকে দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যাগ খুলতেই দেখা যায় তাতে থরেথরে সাজানো রয়েছে তাজা বোমা। একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল মুর্শিদাবাদেও। কয়েকদিন আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার দস্তুরপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও সকেট বোমা উদ্ধার পুলিশের। তবে এবার একেবারে হ্যান্ড গ্রেনেড (Hand grenades) উদ্ধার হল শিলিগুড়িতে (Siliguri)। 

শিলিগুড়ির কাছে সুকনায় মোহরগাঁও চা বাগান সংলগ্ন এলাকায় হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনা ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে চা বাগানের কাছে সার বানানোর এক জায়গায় গ্রেনেড জাতীয় একটি বস্তুটিকে পড়ে থাকতে দেখেন বাগানের এক শ্রমিক। নকল ভেবে সেটিকে উঠিয়ে নিয়ে আসেন তিনি। এরপর বাগানে কার্যালয়ের কাছে এক জায়গায় সেটিকে রেখে দেন। এরপরই অন্যান্যদের জানাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরবর্তীতে জানা যায় নকল নয়, ওটি আসলে আসল গ্রেনেডই।

খবর যায় পুলিশে। খবর পেয়ে এলাকায় যায় প্রধান নগর থানার পুলিশ। ছুটে আসে বোম্ব স্কোয়াড। আপাতত ওই হ্যান্ড গ্রেনেড এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে। সূত্রের খবর, শুক্রবার সেটিকে নিষ্ক্রিয় করা হবে। তবে কোথা থেকে ওই গ্রেনেড এল, কারাই বা রেখে গেল সে বিষয়ে রয়ছে ধোঁয়াশা। এর পিছনে আদপে কাদের হাত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। তবে গ্রেনেড উদ্ধার পর থেকেই এলাকার পরিস্থিতি রীতিমতো থমথমে। 

Next Article