Dengue in Siliguri: শিলিগুড়িতে মেয়রের প্রতিবেশীর মৃত্যু ডেঙ্গিতে, মৃতের বাড়িতে প্রাক্তন মেয়র অশোক

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 08, 2022 | 5:46 PM

Dengue: শিলিগুড়ি পুরো নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় বসবাস করেন মেয়র গৌতম দেব।

Dengue in Siliguri: শিলিগুড়িতে মেয়রের প্রতিবেশীর মৃত্যু ডেঙ্গিতে, মৃতের বাড়িতে প্রাক্তন মেয়র অশোক
ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগের

Follow Us

শিলিগুড়ি: শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উল্টোদিকের বাড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মাত্র তিনদিনের জ্বরে মারা গেলেন বিশ্বজিৎ সরকার নামে ওই ব্যক্তি।

শিলিগুড়ি পুরো নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় বসবাস করেন মেয়র গৌতম দেব। পুরসভা সূত্রে খবর, ওই এলাকার একাধিক ব্যক্তি ডেঙ্গিতে আক্রান্ত। এবার গৌতম দেবের উল্টোদিকের বাড়ির প্রতিবেশী বিশ্বজিৎ সরকার ডেঙ্গিতে আক্রান্ত হন। এবং মারা যান। এরপরই বিষটি ঘিরে ফের চাপানউতোর শুরু হয়।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই টানা ক্ষোভ-বিক্ষোভ চলছে শহরে। বিজেপি, সিপিএম, কংগ্রেসের তরফে নিয়ম করেই লাগাতার বিক্ষোভ চলছে। এরই মাঝে কোচবিহার রাসমেলার উদ্বোধনে গিয়েছেন মেয়র গৌতম দেব। সেই সময়ে তার প্রতিবেশী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আজ ওই পরিবারের সঙ্গে দেখা করেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় মেয়র খেলা-মেলাকে গুরুত্ব দিচ্ছেন। এখন প্রায়োরিটি সকলকে নিয়ে একসঙ্গে ঝাপিয়ে পড়া। কিন্তু বিরোধী দল, বিরোধী মনভাবাপন্ন ক্লাব ইত্যাদিকে দূরে সরিয়ে পৌর নিগম একাই কাজ করার চেষ্টা করছেম এখন রাজনীতি ভুলে সবাইকে একজোট হওয়া দরকার। প্রশাসন ডেঙ্গু মোকাবিলায় ব্যর্থ। কিন্তু সমালোচনা করলেই বাঁকা চোখে দেখা হচ্ছে।’

যদিও ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ‘সিপিএম এখন ব্রাত্য। পৌরনিগম যুদ্ধকালীন তৎপরতার সঙ্গেই ডেঙ্গুর মোকাবিলা করছে। রাজনীতি করতেই সিপিএমের নেতারা ওখানে গিয়েছেন।’

উল্লেখ্য, ডেঙ্গির চোখরাঙানি যেন কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কয়েকদিন আগেই শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল। এরপর গত বৃহস্পতিবার অর্থাৎ ৪ নভেম্বর ফের শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃতের নাম দিলীপ রাউত। বাড়ি শিলিগুড়ি পুর এলাকার ২৮ নম্বর ওয়ার্ডে। তিনি শিলিগুড়ি পুরনিগমের সাফাইকর্মী হিসেবে কাজ কর্মরত ছিলেন। গত তিন-চার দিন ধরে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলীপ রাউত। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। ডেঙ্গি আক্রান্ত ওই রোগীর মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, মাল্টি অর্গান ফেলিওর।

Next Article