AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri Boro Ma: শিলিগুড়িতেও নৈহাটির বড় মা, নামছে মানুষের ঢল

Siliguri Boro Ma: শিলিগুড়ি মহামায়া স্পোর্টিং ক্লাবও দিচ্ছে বড় চমক। এবার তাদের বিশেষ আকর্ষণ নৈহাটির বড়মা। ৪৫তম বর্ষে পদার্পণ করেছে তাঁদের পুজো। গত দু'বছর থেকে নৈহাটির বড়মার পুজো করে আসছেন তাঁরা।

Siliguri Boro Ma: শিলিগুড়িতেও নৈহাটির বড় মা, নামছে মানুষের ঢল
শিলিগুড়ির বড় মা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 6:28 PM
Share

শিলিগুড়ি: গত কয়েক বছরে ছবিটা যেন আরও স্পষ্ট হয়েছে। কালীপুজো এলেই নতুন রূপে সেজে উঠেছে নৈহাটি। বড় মাকে দেখতে নেমেছে মানুষের ঢল। বড় মায়ের নাম ছড়িয়েছে দিকে দিকে। জেলা তো বটেই কলকাতা ও আশপাশের জেলা থেকেও বড় দেখতে কালীপুজোর দিন ছুটে আসেন হাজার হাজার মানুষ। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ছড়িয়েছে বড় মায়ের নাম। কিন্তু, দূরত্বের কারণে বহু মানুষই সেখান থেকে আসতে পারেন না। এবার তাঁদের জন্যই বিশেষ ভাবনা শিলিগুড়ি মহামায়া স্পোর্টিং ক্লাবের। 

শিলিগুড়ি মহামায়া স্পোর্টিং ক্লাবও দিচ্ছে বড় চমক। এবার তাদের বিশেষ আকর্ষণ নৈহাটির বড়মা। ৪৫তম বর্ষে পদার্পণ করেছে তাঁদের পুজো। গত দু’বছর থেকে নৈহাটির বড়মার পুজো করে আসছেন তাঁরা। পুজো কমিটির সদস্যদের দাবি, প্রায় দু’মাস ধরে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী। তারপরেই সম্পূর্ণ হয়েছে মায়ের সাজ। 

যেভাবে নিয়ম-নীতি সহকারে নৈহাটিতে পুজো হয় বড় মায়ের ঠিক সেভাবেই চার দিন ধরে এই পুজো চলে শিলিগুড়িতেও। শুধু ঠাকুর দেখতে নয়, পুজো দিতেও নামে মানুষের ঢল। পুজো উদ্যোক্তারা বলছেন, শহরের বহু মানুষ বড় মা-র ভক্ত। কিন্তু, তাঁরা পুজো দিতে পারেন না নৈহাটি গিয়ে। তাই এখানেই তাঁদের জন্য বড় মায়ের পুজোর আয়োজন। সাধারণ মানুষের কথা ভেবেই তাঁরা এই পুজোয় ব্রতী হয়েছেন।