Kanchanjungha Express Accident: সিগনালিং ব্যর্থতার কারণেই কি দুর্ঘটনা? কী বললেন রেলমন্ত্রী
Kanchanjunga Express Accident: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, "এটা রাজনীতি করার সময় নয়। এখন সবার আগে উদ্ধারকাজের উপর নজর দেওয়া দরকার। যাত্রী নিরাপত্তার দিকে সম্পূর্ণ ফোকাস রয়েছে। আমি আগে উদ্ধারকাজ দেখব, তারপর আহতদের দেখতে হাসপাতালে যাব।"
শিলিগুড়ি: ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরবঙ্গে। কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মেরেছে মালগাড়ি। ট্রেনের একাধিক কামরা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ৯ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়েছেন আরও অনেকে। বহু যাত্রী হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে রেলমন্ত্রী জানান, “এটা রাজনীতি করার সময় নয়। এখন সবার আগে উদ্ধারকাজের উপর নজর দেওয়া দরকার। যাত্রী নিরাপত্তার দিকে সম্পূর্ণ ফোকাস রয়েছে। আমি আগে উদ্ধারকাজ দেখব, তারপর আহতদের দেখতে হাসপাতালে যাব।”
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত হবে বলেও আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কমিশনার অব রেলওয়ে সেফটিকে দিয়ে তদন্ত করানো হবে বলে জানিয়েছেন তিনি। সিগনালিং ব্যর্থতার কারণেই কি এই মর্মান্তিক দুর্ঘটনা? যদিও এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না রেলমন্ত্রী। তিনি জানান, কমিশনার অব রেলওয়ে সেফটির রিপোর্ট এলেই এই বিষয়ে মন্তব্য করা যাবে। তার আগে কিছু বলা যাচ্ছে না। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে, এই ধরনের ঘটনার যাতে ভবিষ্যতে কখনও পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, আজ রেল দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে মমতা বলেন, ‘আগে মানুষের রক্ষাকবচ হোক, তারপর কথা। রেলের একটা শ্রী ছিল, আজ কী অবস্থা। এটা কোনও সমালোচনা নয়।’