Mamata Banerjee: ‘বঙ্গভঙ্গ নয়, আমরা চাই সঙ্গ’, শিলিগুড়ির মঞ্চ থেকে গোটা বাংলাকে জুড়লেন মমতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 19, 2022 | 4:46 PM

Mamata Banerjee: কারও নাম না করে মুখ্যমন্ত্রীর বার্তা, "আমি সবাইকে বলব, ভাল করে কাজ করুন। সুন্দর করে কাজ করুন। কোনও ভাগাভাগি নয়। ভঙ্গ-টঙ্গ নয়, আমরা চাই সঙ্গ। বুঝলেন কিছু? বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ।"

Mamata Banerjee: বঙ্গভঙ্গ নয়, আমরা চাই সঙ্গ, শিলিগুড়ির মঞ্চ থেকে গোটা বাংলাকে জুড়লেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

শিলিগুড়ি: উত্তরের জেলাগুলিকে বঞ্চনা করার অভিযোগে ইতিমধ্যেই একাধিকবার সরব হয়েছে বিজেপি। স্কুল বন্ধ রাখার প্রসঙ্গ থেকে শুরু করে, অতি সম্প্রতি মালবাজারে বিপর্যয়ের মাঝেই কলকাতার পুজোর কার্নিভাল… বিভিন্ন ইস্যুতে বার বার আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। অভিযোগ একটাই, উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। এবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বার বার বুঝিয়ে দিলেন, উত্তরবঙ্গের সঙ্গে তাঁর আত্মার টানের কথা। প্রতি দুই মাসে তিনি একবার উত্তরবঙ্গে আসেন, সেই কথাও এদিন শিলিগুড়ির মঞ্চ থেকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কারও নাম না করে মুখ্যমন্ত্রীর বার্তা, “আমি সবাইকে বলব, ভাল করে কাজ করুন। সুন্দর করে কাজ করুন। কোনও ভাগাভাগি নয়। ভঙ্গ-টঙ্গ নয়, আমরা চাই সঙ্গ। বুঝলেন কিছু? বঙ্গভঙ্গ নয়, বঙ্গ চায় সঙ্গ।”

সঙ্গে পাহাড়ের সঙ্গে যে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে, সেই কথাও এদিন বার বার বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি কোচবিহারে আসলে, আমি ভাওয়াইয়া গান শুনতে ভালবাসি। আমি রাজবংশী ভাষা জানি, হয়ত বলতে পারি না। আমি পাহাড়ে গেলে হিন্দি ভাষায় কথা বলি, হামরো পাহাড়। একটু একটু নেপালি বলি, বাদ বাকি হিন্দিও বলি।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে এই পশ্চিমবঙ্গ। আমি তো সবথেকে বেশি উত্তরবঙ্গে আসি। কমপক্ষে দুই মাসে তো একবার আমাকে আসতেই হয়। উত্তরবঙ্গের মানুষের মানুষের প্রতি আমার ভালবাসা দক্ষিণবঙ্গের মানুষের থেকে বেশি ছাড়া কম নয়।”

উত্তরবঙ্গে রাজ্য সরকারের যে উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা দেখেছেন উত্তরবঙ্গে কতগুলি সেতু বানিয়েছি, বিশ্ববিদ্যালয় বানিয়েছি, মেডিক্যাল কলেজ বানিয়েছি, নতুন জেলা করেছি, বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন বানিয়েছি, বেঙ্গল সাফারি বানিয়েছি… কী করিনি?” রাজ্য সম্প্রতি পর্যটনের জন্য যে পুরস্কার পেয়েছে, তার জন্যও উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Next Article