‘রাতে স্বামীকে সামলাতে পারছ না, আবার রাস্তা দখল করতে যাচ্ছ’, ‘রাত দখলে’র আগে উদয়নের মন্তব্য ঘিরে তোলপাড়

RG Kar Case- Udayan Guha: উদয়নের এই পোস্ট ঘিরে ছড়িয়েছে বিতর্ক। কমেন্ট বক্সে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। 'মন্ত্রী কি এভাবে গার্হস্থ্য হিংসাকে আস্কারা দিচ্ছেন?' এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। অন্যদিকে, মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দল বিজেপিও।

'রাতে স্বামীকে সামলাতে পারছ না, আবার রাস্তা দখল করতে যাচ্ছ', 'রাত দখলে'র আগে উদয়নের মন্তব্য ঘিরে তোলপাড়
উদয়ন গুহImage Credit source: Meta AI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2024 | 2:47 PM

দিনহাটা: আরজি কর হাসপাতালের ঘটনায় শুধু চিকিৎসক মহলে নয়, ক্ষোভ ছড়িয়েছে গোটা রাজ্যে। ‘তিলোত্তমা’র বিচার চেয়ে বার্তা দিচ্ছে গোটা দেশ। মহিলাদের ওপর এই ধরনের নারকীয় অত্যাচার যাতে বন্ধ হয়, তার জন্য আজ, বুধবার প্রতিবাদে রাস্তায় নামছেন মহিলারা। ১৪ অগস্টের সেই ‘রাত দখল’-এর আগে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ-র মন্তব্য ঘিরে চড়ল বিতর্কের পারদ। রাতে মহিলাদের পথে নেমে প্রতিবাদের সিদ্ধান্তকে কার্যত কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর মন্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি।

১৪ অগস্ট রাত ১১ টা থেকে রাজ্যের একাধিক শহর ও মফঃস্বলে পথে নামবেন মহিলারা। সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। কর্মসূচি চলবে যাদবপুর, কলেজ স্ট্রিট থেকে শুরু করে, দুই ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদের মতো জেলাতেও। তার আগেই ফেসবুকে একটি পোস্ট করেছেন উদয়ন গুহ। তিনি লিখেছেন, “দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না।”

উদয়নের এই পোস্ট ঘিরে ছড়িয়েছে বিতর্ক। কমেন্ট বক্সে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। ‘মন্ত্রী কি এভাবে গার্হস্থ্য হিংসাকে আস্কারা দিচ্ছেন?’ এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। অন্যদিকে, মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দল বিজেপিও।

“সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি লিখেছে, মহিলারা যখন রাতে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানাতে চাইছেন, তখন আপনি এমন অশ্লীল মন্তব্য করছেন? এমনকী রাতে অত্যাচারিত হলে সাহায্য না করার কথাও বলছেন।”

উদয়ন গুহর পোস্ট

তবে এই পোস্ট ঘিরে উদয়নের বক্তব্য, তিনি যা বলেছেন, তা ঠিকই বলেছেন। TV9 বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি তো সমর্থন করেছি। বলেছি, আপনারা এটা করুন। কিন্তু স্বামী অত্যাচার করলে ফোন করবেন না। ঘরে স্বামীকে সামলাতে পারছ না, আবার রাস্তা দখল করতে যাচ্ছ। গণতান্ত্রিক দেশ। প্রতিবাদ তো করতেই পারেন।”

মন্ত্রীর এমন মন্তব্য মেনে নিতে পারছেন না বিক্ষোভরত চিকিৎসকেরাও। তাঁরা বলছেন, এই মন্তব্য অত্যন্ত ঘৃণ্য।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)