Modi-Mamata: উত্তরে বাড়ছে ভোটের উত্তাপ, কোচবিহারে একই দিনে সভা মোদী-মমতার

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Mar 31, 2024 | 3:19 PM

Modi-Mamata: সোমবার শিলিগুড়ি আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীসভা সেরে পরদিন কোচবিহার যাওয়ার কথা রয়েছে তাঁর। অন্যদিকে আগামী ৩ এপ্রিল উত্তরে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Modi-Mamata: উত্তরে বাড়ছে ভোটের উত্তাপ, কোচবিহারে একই দিনে সভা মোদী-মমতার
বাংলায় আপাতত এগিয়ে বিজেপি
Image Credit source: Twitter

Follow Us

শিলিগুড়ি: জোরকদমে ভোট প্রচারে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগরে লোকসভার ভোট প্রচারে ঝড় তুলেছেন মমতা। এদিকে হাতে আর মাত্র ক’টা দিন। তারপরই ভোট উত্তরবঙ্গে (North Bengal)। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গে জোরদার প্রচারে নামতে চলেছেন মমতা। এই খবর আগেই শোনা গিয়েছিল। এবার উত্তরে রাজনীতির উত্তাপ বাড়িয়ে কোচবিহারে একই দিনে সভা মোদী-মমতার। 

সোমবার শিলিগুড়ি আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীসভা সেরে পরদিন কোচবিহার যাওয়ার কথা রয়েছে তাঁর। অন্যদিকে আগামী ৩ এপ্রিল উত্তরে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ মার্চ মালবাজারে সভা। পরদিন কোচবিহারের মাথাভাঙায় সভা মমতার। ওই দিনই কোচবিহারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ফলে রাজনীতির পাড়ায় উত্তাপ যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। কোচবিহারে একই দিনে দুই হেভিওয়েট শোভার সূচি সামনে আসতেই রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের অন্দরেও। 

৫ তারিখ জলপাইগুড়ি টাউনে জনসভা করার কথা রয়েছে মমতার। এরপর দ্বিতীয় দফায় যখন আসবেন তখন ১৩ এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়িতে সভা করার কথা রয়েছে তাঁর। ১৬ এপ্রিল আবার ধূপগুড়িতে প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর। 

এদিব শিলিগুড়িতে গৌতম দেব বলেন, মমতা আসছেন। আমরা নানা সভাস্থল দেখছি। একাধিক জেলায় সভা হবে। প্রতিদিন দু’টো করে সভা হবে। আগামী ৩-৪-৫ এপ্রিলের সফর সেরে ফের মমতা আসবেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। ফের একাধিক সভা করার কথা রয়েছে নানা জেলায়। এছাড়াও রাম নবমীর আগের দিন শিলিগুড়িতে পদযাত্রা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, ১৯ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে, ৭ মে তৃতীয় দফার নির্বাচন আছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে। 

Next Article