শিলিগুড়ি: গত বছরের শেষের দিকে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) তরফে গ্রুপ ডি পদে (Group D Recruitment) নিযুক্ত ১৬৯৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে অরিত্র সাহারও। তিনি শিলিগুড়ি (Siliguri) বয়েজ স্কুলের গ্রুপ ডি কর্মী। স্কুলে গিয়ে খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, ২০১৮ সালের এপ্রিল মাসে গ্রুপ ডি পদে তিনি কাজে যোগ দিয়েছিলেন। এদিকে কমিশনের থেকে সেই তালিকা প্রকাশ হতেই স্কুল শোরগোল পড়ে গিয়েছে। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ ছিল। ২ জানুয়ারি স্কুল খুলেছে। কিন্তু অরিত্র সাহা নামে ওই গ্রুপ ডি কর্মীর দেখা মেলেনি স্কুলে। এদিকে ঘটনায় বাকরুদ্ধ স্কুল কর্তৃপক্ষও।
ওই স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত জানাচ্ছেন, সরকারি সেই নথি ওই গ্রুপ ডি কর্মীকে পাঠানো হয়েছে। অরিত্র সাহা সেই নথি নিয়ে রিসিভ করে দিয়েছেন। এছাড়া আর কিছু জানাননি তিনি স্কুল কর্তৃপক্ষকে। বিষয়টি নিয়ে উৎপল দত্তের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা রিঅ্যাকশনলেস। কোনও রিঅ্যাকশন নেই। সরকারি নির্দেশ অনুযায়ী কাজ হবে। যেভাবে নির্দেশ পাব, সেভাবে নির্দেশ পালন করব।”
এদিকে বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল ওই গ্রুপ ডি কর্মী অরিত্র সাহার সঙ্গেও। প্রথমে তিনি কথা বলতে না চাননি। পরে অবশ্য ফোনে জানান, “আমার এখন কোনও বক্তব্য নেই। কোর্টে ২৪ তারিখ ডেট দিয়েছে। আদালত যা বলবে, তারপর দেখা যাবে।” তবে তিনি কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেই দাবি করেন ওই গ্রুপ ডি কর্মী। বলেন, “এসএসসি বলেছে, তারা এই তালিকাভুক্তদের নিয়োগ দিয়েছে। এরপর কোর্ট যা বলবে, সেই হিসেবে হবে। আমার এসব বিষয়ে কিছুই জানা নেই এবং কিছুই বলার নেই। যদি জানতাম তবে অবশ্যই বলতাম। তবে এসব কিছুই জানি না। আমি আমার তরফ থেকে স্বচ্ছ আছি।”