শিলিগুড়ি: ওঁদের প্রত্যেকেরই বয়স তিরিশের মধ্যেই। চেহারায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। ভেবেছিলেন লকডাউনের মাঝেই বন্ধুবান্ধবীরা মিলে হুল্লোড় করবেন। আর তাতেই পুলিশের চোখ এড়িয়ে চলে গিয়েছিলেন পাবে। চলে দেদার হই হুল্লোড়, মদ্যপান। কিন্তু শেষমেশ পুলিশের হাতে ধরা পড়লেন ১৪ জন। লকডাউনে (Lockdown) শিলিগুড়ির (Siliguri) ভক্তিনগর এলাকার ঘটনা।
পুুলিশের কাছে প্রথম খবরটা আসে স্থানীয়দের তরফেই। পুলিশ সেই মোতাবেক শিলিগুড়ি ভক্তিনগরের একটি পাবে যায়। দেখা যায়, ফাঁকা পাবে রয়েছেন হাতে গোনা কয়েকজন কর্মী। আর ভিতরের দিকে চেয়ার টেবিলে কয়েকজন যুূবক-যুবতী হুল্লোড় করছেন।
টেবিলে রাখা প্রচুর বিদেশি মদের বোতল-স্ন্যাক্স। প্রত্যেককে দেখেই কার্যত বোঝা যাচ্ছিল ‘সম্ভ্রান্ত পরিবারে’র সন্তান তাঁরা। কয়েকজন যুবতীও ছিলেন। তাঁদের প্রত্যেককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে পাব মালিককেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ডিজাস্টার আইনে মামলা রুজু করা হয়েছে।