শিলিগুড়ি: বাড়িতেই স্বামী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে সেটা মাইনোট অ্যাটাক, বলেছিলেন চিকিৎসকরাই। দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সের গতি স্বাভাবিকভাবেই বেশি ছিল। উল্টোদিক থেকে যে ট্রাকটি আসছিল, তারও গতি ছিল স্বাভাবিকের থেকে বেশি। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। মর্মান্তিক ঘটনা। ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় রোগীর স্ত্রী-সহ তিন জনের মৃত্যু হয়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহর লাগোয়া এনজেপি থানা এলাকার ফুলবাড়ির আমাইদিঘিতে। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
জানা গিয়েছে, রবিবার ময়নাগুড়ির বাসিন্দা এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেই মোতাবেক রাতেই রোগীকে নিয়ে তাঁর স্ত্রী ছেলে এবং প্রতিবেশী এক যুবক অ্যাম্বুলেন্সে রওনা হন। তবে অ্যাম্বুলেন্স আমাইদিঘি এলাকায় পৌঁছতেই দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। বাকি আরও দু’জন গুরুতর আহত। ঘাতক ট্রাক চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গতিতে নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণেই দুর্ঘটনা।
স্বামীকে বাঁচাতে হাসপাতালে নিয়ে ছুটেছিলেন স্ত্রী। সঙ্গে ছিলেন ছেলেও। কিন্তু পথে মর্মান্তিক ঘটনায়, এইভাবে তিন জনের বেঘোরে প্রাণ চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অ্যাম্বুলেন্স চালকও আহত। তিনি কিছুটা সুস্থ হলে পুলিশ তাঁর কাছ থেকে জানার চেষ্টা করবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে।