AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Siliguri: ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, সেই মেয়র পারিষদ দিলীপ বর্মনকে শোকজ করল TMC

Siliguri: বুধবার শিলিগুড়ির ডেপুটি মেয়রের বিরুদ্ধে সরব হন দিলীপ বর্মন। তিনি অভিযোগ করেন, রাজবংশীদের সম্মানও দেওয়া হচ্ছে না। বাগবিতণ্ডার জেরে তাঁকে পুরবোর্ডের বৈঠক থেকে বের করে দেওয়া হয়।

Siliguri: ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, সেই মেয়র পারিষদ দিলীপ বর্মনকে শোকজ করল TMC
দিলীপ বর্মনকে শোকজImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 03, 2025 | 6:30 PM
Share

শিলিগুড়ি: ডেপুটি মেয়রের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ। শিলিগুড়ির পৌরনিগমের বৈঠকে প্রকাশ্যে আসে গোষ্ঠীকোন্দল। ডেপুটি মেয়রের বিরুদ্ধে অভিযোগ তোলেন খোদ মেয়র পারিষদ দিলীপ বর্মন। এবার তাঁকেই শোকজ করল তৃণমূল। সূত্রের খবর, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দিলীপ বর্মনকে শোকজ করা হয়েছে। তাঁকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার শিলিগুড়ির ডেপুটি মেয়রের বিরুদ্ধে সরব হন দিলীপ বর্মন। তিনি অভিযোগ করেন, রাজবংশীদের সম্মানও দেওয়া হচ্ছে না। বাগবিতণ্ডার জেরে তাঁকে পুরবোর্ডের বৈঠক থেকে বের করে দেওয়া হয়।

যদিও শোকজের পর দিলীপ বলেন, “যদি ভাল কাজ করতে গিয়ে শোকজ খেতে হয়, তাতে আমার কোনও দুঃখ নেই। রাজবংশী সম্প্রদায়ের মানুষকে অসম্মানিত করা হচ্ছে। এই ধরনের ঘটনা উত্তরবঙ্গে যে ঘটছে, তা শীর্ষ নেতৃত্ব জানে কিনা, জানি না। তবে আমি সাড়ে তিন বছর কাউন্সিলর থাকার পর বুঝতে পারি, আমি অনেকগুলো চিঠি পাঠিয়েছি, তার কোনও সদুত্তর পাইনি।”

মেয়র গৌতম দেব বলেন, “দল যেটা বুঝেছে, সেটা করেছে। আমাকে দল কিছু বলেনি। দল চিঠি দিয়েছে, শোকজ করেছে। আমি তো দলের প্রতিনিধি, দল যা বলবে, তাই করব। কর্পোরেশন, বোর্ড মিটিং সংক্রান্ত যাবতীয় ব্যপারা চেয়ারম্যানের।”

প্রসঙ্গত, বুধবার বোর্ড মিটিংয়ের সময় মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে বাদানুবাদে জড়ান মেয়র পারিষদ দিলীপ বর্মণ। তখন দিলীপকে বোর্ড মিটিং থেকে বেরিয়ে যেতে বলেন মেয়র, ডেপুটি মেয়র। বাইরে বেরিয়ে দলেরই দুই নেতার বিরুদ্ধে তোপ দাগেন রাজবংশী এই নেতা।