Accident in Sikkim: সিকিমে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, কলকাতার আড়াই বছরের শিশুর মৃত্যু, বাঁচল না মা

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Dec 29, 2024 | 11:23 AM

Accident in Sikkim: দুর্ঘটনার খবর পেতেই উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় প্রশাসন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে।

Accident in Sikkim: সিকিমে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, কলকাতার আড়াই বছরের শিশুর মৃত্যু, বাঁচল না মা
শোকের ছায়া পরিবারে
Image Credit source: TV 9 Bangla

Follow Us

সিকিম: সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল কলকাতার মা-মেয়ের। শনিবার সন্ধ্যায় সিকিমের রোংলি রোডে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। জুলুক থেকে ফেরার সময় খাদে পড়ে যায় গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনের। মৃত শিশুটির বয়স মাত্রা আড়াই বছর। ঘটনায় শোকের ছায়া পরিবারে। 

সূত্রের খবর, ৬ জন পর্যটককে নিয়ে ফিরছিল একটি চারচাকা। পেয়ং জেলায় লামাতেনের কাছে সন্ধ্যা ৬টা নাগাদ আচমকা খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। ১ জন বাদে বাকিরা গুরুতরভাবে জখম হয়েছেন। চাকা পিছলেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। চাক পিছলে যাওয়ার কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সঙ্গে এলাকায় ছিল কুয়াশার দাপট। 

এই খবরটিও পড়ুন

দুর্ঘটনার খবর পেতেই উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় প্রশাসন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনও তুষাঢ়পাত চলবে পাহাড়ে। শীতের এই মরসুমে বরফের টানে সিকিমে ভিড় বাড়ছে পর্যটকদের। তার মধ্যে এ ঘটনায় আতঙ্কের আবহ তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে। 

Next Article