কালনা: বস্তার মধ্যে পড়ে রয়েছে যুবক। ধান সিদ্ধর স্টিমঘরে পড়ে রয়েছে সেই বস্তা। আজ সকালে তার ভিতর থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পূর্ব বর্ধমানের কালনার রংপাড়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রকি হালদার (১৭)। তাঁর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় রকির বন্ধুরাই জড়িত থাকতে পারে বলে অনুমান করছে কালনা থানার পুলিশ।
কী ঘটেছিল?
জানা যাচ্ছে, প্রায় দু’মাস ধরে কালনার রংপাড়ার এই ধান সিদ্ধ করার কারখানায় কাজ করত রকি। তাঁর মা রীনা হালদারও এই একই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল রাত হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় রকিকে ফোন করেন রীনা। প্রথমে ফোন ধরলেও তারপর আর ফোন তোলেনি সে। আচমকাই রকির ফোন বন্ধ হয়ে যায়। এ দিকে, ছেলের সঙ্গে যোগাযোগ না হয় চিন্তায় সারারাত ঘুমোতে পারেননি তাঁর মা।
আজ সকালে গোডাউনে খোঁজ করতে গেলেই চমকে হয়ে যান তিনি। মহিলার দাবি, বস্তাবন্দি অবস্থায় পড়ে রয়েছে রকি। রিনাদেবীর চিৎকারে দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে খুন, এর পিছনে কারা রয়েছেন সবটাই খতিয়ে দেখছে কালনা থানার পুলিশ।