রায়নায় ৭৫ বছরের বৃদ্ধকে খুন, দুর্গাপুরে সাতসকালেই ছুরিকাহত মহিলা

sreejayee das

|

Updated on: Mar 10, 2021 | 3:47 PM

স্ত্রীর সামনেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার দেহ। কী কারণে মৃত্যু, জানা যাবে ময়নাতদন্তের পর।

মহিলার গলায় ছুরির কোপ। সাতসকালেই এই ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের আশুতোষ মুখোপাধ্যায় রোডে। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে পূর্ব বর্ধমানের রায়নায় বৃদ্ধার রহস্য মৃত্যু। স্ত্রীর সামনেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার দেহ। কী কারণে মৃত্যু, জানা যাবে ময়নাতদন্তের পর।